সৈয়দ ওমর ফারুক,প্রতিনিধিঃ
প্রধানমন্ত্রীর জনসভা পরবর্তী গতকাল সোমবার চট্টগ্রাম মহানগর,উত্তর ও দক্ষিণ জেলা আওয়ামী লীগ আয়োজিত সংবাদ সম্মেলনে লোকসমাগম কত হয়েছে এমন এক প্রশ্নের জবাবে চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দিন বলেন,অনেকের বক্তব্য হল,ইতিপুর্বে পলোগ্রাউন্ডে যতগুলো সভা হয়েছে এত বড় সভা আর হয়নি।চট্টগ্রামবাসীর কাছে আমরা কৃতজ্ঞ।আপনাদের একজন সাংবাদিক বলেছেন ১০ লাখ।আমিতো বলি যে ২০লাখ ছাড়িয়ে গেছে।মাইক অনেক দুর-দুরান্ত পর্যন্ত দিয়েছি। জনাব নাছির বলেন,প্রধানমন্ত্রী জনসভা দেখে আবেগাপ্লুত হয়েছেন এবং খুব খুব খুশি হয়েছেন।তিনি বলেছেন তোমরা তো বাইরের অবস্হা দেখনি।হেলিকপ্টার দিয়ে কয়েকবার উপর থেকে নাকি উনি দেখেছেন।প্রধান মাননীয় প্রধানমন্ত্রী একাধিকবার,এমনকি সভাস্হল ত্যাগের পুর্বে ১০মিনিটের বেশি আমাদের সঙ্গে কথা বলেছেন।এত বেশি খুশি হয়েছেন তিনি।দক্ষিন জেলা আওয়ামী লীগের সভাপতি মোসলেম উদ্দিন আহমদ এমপি বলেন,জনসভায় উপস্হিতি দেখে প্রধানমন্ত্রী অধিক খুশি হয়েছেন। চট্টগ্রামে মেট্রোরেল,কালুরঘাট সেতু সহ আর কী কী করবেন তাও বলেছেন।চট্টগ্রামবাসী যা আশা করেছিলেন,তার চেয়ে বেশি তিনি করেছেন।এ সময় অন্যদের মধ্যে নগর কমিটির ভারপ্রাপ্ত সভাপতি মাহতাব উদ্দিন চৌধূরী,উত্তরের সভাপতি এম এ সালাম,সাধারণ সম্পাদক শেখ আতাউর রহমান,দক্ষিণের সাধারণ সম্পাদক মফিজুর রহমান,মোস্তাফিজুর রহমান চৌধূরী এমপি,উত্তরের যুগ্ম সাধারণ সম্পাদক দেবাশীষ পালিত প্রমুখ উপস্হিত ছিলেন।