আজ থেকে দেশে চালু হলো মোবাইল ডাটার আনলিমিটেড মেয়াদ।
সকল মোবাইল অপারেটর শুরুতে এক বা একাধিক মেয়াদহীন ইন্টারনেট ডাটার সুবিধা চালু করল। পর্যায়ক্রমে এমন প্যাকেজের সংখ্যা বাড়ানো হবে।
গ্রামীণফোন, রবি, বাংলালিংক এবং টেলিটক গ্রাহকরা মোবাইলের মেয়াদহীন ডাটা প্যাকেজ কেনার সুযোগ পাবেন।
আজ বৃহস্পতিবার (২৮ এপ্রিল) গ্রাহক সেবার মান উন্নত করার তাগিদে মোবাইলের আনলিমিটেড ডাটা প্যাকেজ এবং নিরবচ্ছিন্ন মাসিক ইন্টারনেট প্যাকেজের উদ্বোধন করেন ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বার।
শুরুতে আনলিমিটেড ডাটা প্যাকেজের মধ্যে গ্রামীণফোনে ১ হাজার ৯৯ টাকায় ১৫ জিবি এবং ৪৪৯ টাকায় ৫ জিবি প্যাকেজ কেনা যাবে।
এছাড়া, রবিতে ৩১৯ টাকায় ১০ জিবি, বাংলালিংকে ৩০৬ টাকায় ৫ জিবি এবং টেলিটকে ৩০৯ টাকায় ২৬ জিবি ও ১২৭ টাকায় ৬ জিবি পাওয়া যাবে।
আনলিমিটেড ডাটা প্যাকেজের মেয়াদ হবে এক বছর। অনুষ্ঠানে বিটিআরসির চেয়ারম্যান শ্যাম সুন্দর সিকদার উপস্থিত ছিলেন।
2ybcgz
Clin Chem 1988; 34 2231 2234 buy cialis generic The effects have been detected in both ER positive and ER negative breast cancer cells, and the findings among different studies are generally consistent