সৌদি আরবে চাঁদ দেখা সাপেক্ষে চলতি বছরের ৮জুলাই থেকে পবিত্র হজ্ব পালন শুরু হতে পারে।এ উপলক্ষে গতকাল সোমবার থেকে হজ্বের নিবন্ধন শুরু হয়েছে। চলবে আগামিকাল বুধবার পর্যন্ত । ধর্মবিষয়ক মন্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে,১৬থেকে ১৮ মের মধ্যে অর্থ পরিশোধ করে নিবন্ধিত হতে হবে।২০২০ সালের তিনটি প্যাকেজে নিবন্ধিত যারা এবার হজ্ব করবেন,১৬থেকে ১৮মের মধ্যে যেকোনো নিবন্ধন কেন্দ্র থেকে তাঁদের ২০২২ সালের যেকোনো একটি প্যাকেজে নতুন করে নিবন্ধন নিতে হবে।মন্ত্রণালয় থেকে বলা হয়েছে,নিবন্ধনের জন্য আবশ্যিকভাবে পাসপোর্ট থাকতে হবে।পাসপোর্ট স্ক্যান করে পুরণ করতে হবে নিবন্ধন তথ্য।পাসপোর্টের মেয়াদ থাকতে হবে হজ্বের দিন থেকে পরবর্তী ছয় মাস।হজ্বযাত্রীর দাখিল করা পাসপোর্ট যাচাই করা হবে অনলাইনে।এ ছাড়া নিবন্ধনের পর কেউ যদি হজ্বে যেতে না পারেন,তাহলে শুধু বিমান ভাড়া এবং খাবার বাবদ গ্রহণ করা টাকা ফেরত পাবেন।তবে বিমানের টিকেট নিশ্চিত হওয়ার পর হজ্বযাত্রা বাতিল করলে সেই টিকেটের টাকা ফেরত পাবেন না।
buy zithromax online usa Fortunately, by the mid 1990s, there was a proven and expanding market developed by tamoxifen, so risks were minimized for the pharmaceutical industry as the kingdom was divided