দৈনন্দিন জীবনের মোবাইল খুবই গুরুত্বপূর্ণ। যা ছাড়া অনেক কিছু থেকেই পিছিয়ে থাকতে হয় আমাদের। তাইতো নিত্যপ্রয়োজনীয় সব জিনিসের সঙ্গে মোবাইলও জরুরি।
তবে অনেক সময় ব্যস্ততার কারণে মোবাইল পরিপূর্ণভাবে চার্জ দেয়া সম্ভব হয় না। তাই খুব তাড়াতাড়ি মোবাইল চার্জিং এর জন্য কিছু জিনিস মাথায় রাখতে হবে। আর চার্জ দেয়ার সময় কয়েকটি পন্থা অবলম্বন করতে হবে। চলুন তবে জেনে নেয়া যাক সেগুলো-
প্রথমত চার্জিং এর সময় মোবাইল ব্যবহার করাই যাবে না। আর নেট চালু থাকলে খুব দেরিতে চার্জিং হয়। তাই নেট বন্ধ রাখুন।
দ্বিতীয়ত মোবাইলে অ্যাক্টিভ সমস্ত অ্যাপস কে বন্ধ করতে হবে। অর্থাৎ ব্যাকগ্রাউন্ডে যাতে কোনো অ্যাপস চালু না থাকে।
তৃতীয়ত মোবাইলের ব্রাইটনেস যথাসম্ভব কমিয়ে রাখতে হবে।
চতুর্থত খুব দরকার না হলে মোবাইলকে ফ্লাইট মোডে অন রাখুন। এতে অনেকটা লাভ হবে।
পঞ্চমত সর্বোত্তম উপায় হল মোবাইলের সুইচ অফ করে চার্জ দেয়া।
এরপরেও যদি দেখেন মোবাইলে চার্জ ঠিক হারে হচ্ছে না তবে আপনার চার্জার পরিবর্তন করুন।
clomid canada pharmacy On the other hand, mid- cycle pain may also help women who would rather not get pregnant