সৌদি আরবের পবিত্র দুই মসজিদের পরিচালনা পরিষদ মসজিদের বৈদ্যূতিক ও যান্ত্রিক ব্যবস্হাপনা এবং তার সংরক্ষণের জন্য একদল দক্ষ ও অভিজ্ঞ প্রকৌশলী নিয়োগ করেছে। যাঁরা দক্ষতার সঙ্গে ২৪ ঘন্টা মুসল্লিদের সেবা দিয়ে যাচ্ছেন। সৌদি সরকার ঘোষিত ভিশন ২০৩০- এর সঙ্গে সংগতি রেখে সেবা আরো উন্নত করার লক্ষ্যে কাজ করে যাচ্ছেন তারা।ইদারাতু মারকাজিল আখবার আন্তর্জাতিক পরিসেবাগুলো সামনে রেখে সেবাগুলো পর্যালোচনা করা হয়।পবিত্র দুই মসজিদের সংশ্লিষ্ট বিভাগে ২০৫জন প্রকৌশলী ৪৫০জন টেকনিশিয়ান ও ২০০ কর্মী নিযুক্ত আছেন।যাঁরা মুসল্লিদের পৃথিবীর সর্বোত্তম পরিসেবা প্রদানে সচেষ্ট।যাদের অধীনে আছে ৮হাজার হেডফোন,এক লাখ ২০হাজার বৈদ্যূতিক বাল্ব,৪হাজার বৈদ্যুতিক প্যানেল,২০টি বৈদ্যূতিক জেনারেটর, ৬হাজার ৩৫০টি পাখা,২০২টি এসকেলেটর,১৬টি এলিভেটর এবং এক হাজার অগ্নিনির্বাপক বক্স তারা ১৫ শ কিউবিক মিটার ধারণ ক্ষমতাসম্পন্ন পানির পাম্প,পাঁচ হাজার টয়লেট ও চার হাজার কুলিং মেশিন দেখাশুনা করেন।এ ছাড়া জমজমের পানি প্রক্রিয়াকরণ, কুলিং সিস্টম,নিরাপত্তাবিষয়ক প্রযুক্তিগুলো,মসজিদের অডিও সিস্টেম, ফায়াা অ্যাালার্ম সিস্টেম,এক হাজার ১৬৮টি সেন্সর,২২টি বৈদ্যূতিক লিফট ও ব্যাকআপ পাওয়ার প্ল্যান্ট ইত্যাদির রক্ষণাবেক্ষণও এই বিশেষজ্ঞ দলের দায়িত্বে।
I agree with your point of view, your article has given me a lot of help and benefited me a lot. Thanks. Hope you continue to write such excellent articles.