নতুন ছবি হাতে নিয়েছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার পাওয়া অভিনেত্রী নিপুণ আক্তার।১৪ মে থেকে রাজধানীর আফতাবনগরে “ভাগ্য”নামের ছবিটির শুটিং শুরু হয়েছে।৩০মে পর্যন্ত টানা শুটিং চলবে মাহবুবুর রহমান পরিচালিত ছবির।নিপুণ অভিনয় করেছেন এক অনাথ মেয়ের চরিত্রে।নতুন ছবি প্রসঙ্গে নিপুণ বলেন,খুব চ্যালেজ্ঞিং একটা চরিত্র আমার।ছোটবেলায় মা-বাবাকে হারিয়ে চাচার কাছে বড় হই।তিনি আমাকে দিয়ে নানা ধরনের প্রতারণামুলক কাজ করান,কখনো প্রেমিক সেজে বড়লোকদের ফাঁসানো,কখনো চোরাচালানিদের সাহায্য করা।এমন একটা সময় আমি হাঁপিয়ে উঠি।বাড়ি ছেড়ে পালানোর সিদ্ধান্ত নিই।তখন আমার জীবনের মোড় ঘুরে যায়।ছবিতে নিপুণের নায়ক মুন্না।এর আগে নিপুণের সাথে “ধুসর কুয়াশা”করেছিলেন তিনি।মুন্না বলেন,নিপুণ দারুণ অভিনেত্রী।চেষ্টা করেছি তার সঙ্গে তাল মিলিয়ে অভিনয় করার।ছবির গল্পটিও দারুণ।দর্শকদের ভালো লাগবে বলে আমার বিশ্বাস।প্রযোজক জানিয়েছেন সেপ্টেম্বরে ছবিটি মুক্তি দেবেন।