একুশে ফেব্রুয়ারির অমর সংগীতের রচয়িতা আবদুল গাফ্ফার চৌধূরীর মরদেহ রাষ্ট্রীয় ব্যবস্হাপনায় আগামী শনিবার বাংলাদেশ বিমান এয়ারলাইনসের (ফ্লাইট নম্বর বিজি ২০২) যোগে ঢাকায় পৌছাবে।যুক্তরাজ্যে নিযুক্ত বাংলাদেশের হাই কমিশনার সাইদা মুনা তাসনিম বলেন,মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশক্রমে আবদুল গাফ্ফার চৌধূরীর মরদেহ বাংলাদেশে পাঠানোর সব ধরনের প্রক্রিয়া সম্পন্ন করেছে।আশা করা যাচ্ছে সবকিছু ঠিক থাকলে শুক্রবার সন্ধ্যায় লন্ডনের হিথ্রো এয়ারপোর্ট থেকে রওয়ানা দিয়ে শনিবার(২৮মে) বাংলাদেশ সময় দুপুরে ঢাকায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌছাবে।একই ফ্লাইটে আবদুল গাফ্ফার চৌধূরীর পরিবারের সদস্যরাও ঢাকায় আসবেন। উল্লেখ্য গত ১৯ মে লন্ডনের একটি হাসপাতালে তিনি শেষনিঃশ্বাস ত্যাগ করেন।
I have read your article carefully and I agree with you very much. This has provided a great help for my thesis writing, and I will seriously improve it. However, I don’t know much about a certain place. Can you help me?