১৯৮৩ থেকে ২০১৮ পর্যন্ত চলচ্চিত্র নিষিদ্ধ ছিল সৌদি আরবে।২০১৮ সালে চলচ্চিত্রের উপর ৩৫ বছরের নিষেধাজ্ঞা তুলে দেন সে দেশের যুবরাজ মোহাম্মদ বিন সালমান।অত্যাধুনিক সিনেমা হল চালু করে দেশটির সরকার।এর মধ্য দিয়ে মধ্যপ্রাচ্যের দশটি চলচ্চিত্রশিল্পে নতুন পথে হাঁটতে শুরু করে। এবার এই শিল্পের প্রসারে আরো একটি পদক্ষেপ নিল সৌদি সরকার।সিনেমা নির্মাণ করলে সর্বোচ্চ ৪০ শতাংশ পর্যন্ত খরচ দেবে সরকার।গত বৃহস্পতিবার কান চলচ্চিত্র উৎসবে মার্শে দ্যু ফিল্মে নিজেদের প্যাভিলিয়নে এমনই ঘোষণা দিয়েছে সৌদি ফিল্ম কমিশন।সৌদি ফিল্ম কমিশনের প্রধান নির্বাহী আব্দুল্লাহ আল ইয়াফ বলেন,সৌদি আরবের সংস্কৃতি,প্রাকৃতিক সৌন্দর্য,ইতিহাস ও এখানকার মানুষের গল্প পর্দায় তুলে আনলে সেসব সিনেমা নির্মাণ ব্যয়ের সর্বোচ্চ ৪০শতাংশ পর্যন্ত ফেরত পাবেন প্রযোজকরা।কমিশন বলছে, গত ১৮মাসে তিনটি হলিউড ছবি,আটটি স্হানীয় সংস্কৃতিক ছবি ও বেশ কয়েকটি তথ্যচিত্র নির্মিত হয়েছে সেখানে।তরুণ পরিচালক ও প্রযোজকদের নিয়ে সৌদি আরবের চলচ্চিত্রশিল্প মধ্যপ্রাচ্যে দ্রুতগতিতে এগোচ্ছে।আন্তর্জাতিক পরিসরে এটি লাভজনক ব্যবসার সুযোগ তৈরি করছে।চলচ্চিত্র নির্মাণের আবেদনের জন্য একটি ডেডিকেটেড অনলাইন প্লাটফরম এর মধ্যে চালু করা হয়েছে।আব্দুল্লাহ আল ইয়াফ আরো বলেন,সৌদি আরবের চলচ্চিত্রশিল্প খুব দ্রুত গতিতে এগিয়ে চলছে।