৭০ বছর আগে ভাষাশহীদদের নিয়ে যে গান রচনা করেছিলেন,অমর সেই গান গেয়েই তাঁকে শেষ বিদায় জানানো হলো।রাজধানী কেন্দ্রীয় শহীদ মিনারে গতকাল শনিবার দুপুর সোয়া একটা থেকে বিকেল ৩টা পর্যন্ত সর্বস্তরের মানুষ ফুল দিয়ে তাঁর প্রতি শ্রদ্ধা জানায়।সকালে আব্দুল গাফ্ফার চৌধূরীর মরদেহ শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরে এসে পৌছায়।দুপুর সোয়া ১টার দিকে তাঁর মরদেহ শ্রদ্ধা নিবেদনের জন্য শহীদ মিনারে নিয়ে আসা হয়।শ্রদ্ধা নিবেদনের শুরুতে ঢাকা জেলা প্রশাসক শহীদুল ইসলাম বীর মুুক্তিযোদ্ধা আব্দুল গাফ্ফার চৌধূরীকে গার্ড অব অনার প্রদান করেন।গার্ড অব অনার শেষে সম্মিলিত সাংস্কৃতিক জোটের শিল্পীরা আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি গানটি পরিবেশন করে তাঁর প্রতি শ্রদ্ধা জানান।এরপর রাষ্ট্রপতি মোঃ আব্দুল হামিদের পক্ষে তাঁর সামরিক সচিব মেজর জেনারেল এস এম সালাউদ্দিন ইসলাম এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে তাঁর সামরিক সচিব ব্রিগেডিয়ার জেনারেল কবীর আহাম্মদ শ্রদ্ধা নিবেদন করেন।পরে একে একে রাজনৈতিক,সামাজিক ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব এবং বিভিন্ন প্রতিষ্ঠান সমুহ তাঁর প্রতি সম্মান প্রদর্শন করে শেষ বিদায় জানান।