গতকাল সীতাকুন্ডস্হ বিএম কন্টেনার টার্মিনালে ভয়াবহ কন্টেনার বিস্ফোরণে শেষ খবর পাওয়া পর্যন্ত মৃত্যুর সংখ্যা ৪৩ জনে দাঁড়িয়েছে।এর মধ্যে ফায়ার সার্ভিস কর্মী ৭জন,সাধারণ রয়েছে ৩৬জন। এত সেনা বাহিনী,ফায়ার সার্ভিস,পুলিশ সহ আরো অসংখ্য মানবাধিকার কর্মী যে যার মতো করে উদ্ধার তৎপরতা কর্মে আছেন।এদিকে প্রসাশনের পক্ষে চট্রগ্রাম শহরের বিভিন্ন স্হানের হাসপাতাল,ক্লিনিক গুলোর এম্বুলেন্স সমুহকে সীতাকুন্ডে ঘটনাস্হলে যাওয়ার জন্য জানান হয়েছে।উক্তস্হানে বৃষ্টি বিহীন প্রচুর বাতাসের ধোয়ার কারণে উদ্ধার তৎপরতা ব্যাহত হচ্ছে।এতে সকল উদ্ধারকর্মী এবং গণমাধ্যমকর্মী ও সংবাদ কর্মীদের সংবাদ সংগ্রহে সমস্যার সৃষ্টি হচ্ছে।ঘটনাস্হল থেকে আহতদের সিএমএইচ,ও আশে পাশের হাসপাতাল এবং ঢাকায় প্রেরন করা হয়েছে।গতরাত ১১ টা থেকে ফায়ার সার্ভিসের প্রায় ২৪/২৫টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনার প্রাণপন চেষ্টায় আছে।