এনালগ থেকে ডিজিটাল সর্বোপরি আধুনিকতার ছোঁয়ায় সংবাদকর্মীদের জীবণ মান উন্নয়নে ও স্বাবলম্বীর সংকল্প নিয়ে শীঘ্রই আনুষ্ঠানিক ভাবে যাত্রা শুরু করবে E-Press Club. ই-প্রেস ক্লাবের সম্মানিত উদ্দোক্তা ও চেয়ারম্যান সৈয়দ ফজলুল কবির জানান,সাংবাদিকদের স্বাবলম্বী হওয়ার প্রয়োজন।আরো প্রয়োজন ইউনিটির,একটি রাষ্ট্রের ৪র্থ স্তম্ভ হল গণমাধ্যম ও সাংবাদিকতা।সারা দেশে সংবাদকর্মীরা অবহেলিত ও নির্যাতিত।তাদের নেই কোন নির্দিষ্ট আয়ের উৎস।তাই সংবাদকর্মীদের জীবণ যাত্রার মান উন্নয়নের সংকল্প নিয়ে এক ঝাক উদ্দ্যমী ও অভিজ্ঞতা সম্পন্ন সৃষ্টিশীল,সাহসী,নবীণ-প্রবীণের সম্মিলিত প্রচেষ্টায় অত্যাধুনিক প্রযুক্তির ব্যবহার নিশ্চিত করে বিশ্বের দরবারে শীঘ্রই পরিচিতি হতে যাচ্ছে ই-প্রেস ক্লাব।সৈয়দ ফজলুল কবির আরো বলেন,বহিঃবিশ্বেও ই-প্রেসক্লাবের সাংগঠনিক তৎপরতা শুরু হয়েছে।বিগত এক বছর ধরে ই-প্রেসক্লাব এর কার্যক্রম চলছে।আমরাই সর্ব প্রথম এদেশে এক ব্যতিক্রমী সংগঠন সংবাদকর্মীদের উপহার দিব।এ ব্যাপারে জানতে চাইলে ই-প্রেসক্লাবের চট্রগ্রাম বিভাগের সম্মানিত আহবায়ক জনাব তৌহিদ খাঁন,সিলেট বিভাগের সম্মানিক আহবায়ক জনাব মাসুদ লস্কর ও এম,এ আজাদ বলেন,আমরাই একমাত্র প্রতিষ্ঠান যেখানে সংবাদকর্মীদের উন্নত জীবণ যাত্রার মান উন্নয়নের সংকল্প নিয়ে কাজ করছি।সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সৈয়দ আবু মুসা,সৈয়দ আবদুল মান্নান,তৌহিদ খাঁন,কামাল হোসেন, মোসাব্বির হোসাইন,এস,এম,ইসমাইল, কাউসার হামিদ প্রমূখ।
It sounds like hem bleeding, maybe even a fissure, but you would know for sure if it were a fissure because those suckers hurt like hell cialis without a doctor’s prescription