ই-প্রেস ক্লাবের উদ্যোগে আজ ২৯জুন বুধবার সিলেটস্হ মাধবপুর হবিগজ্ঞ উপজেলায় বন্যার্তদের মাঝে ই-প্রেস ক্লাব হেলথ কেয়ার এর আন্তরিক সহযোগিতায় বিনামুল্যে ঔষধ ও স্বাস্হ্য সেবা প্রদান করেন “ই-প্রেস ক্লাব”কেন্দ্রীয় কমিটি। এতে উপস্হিত ছিলেন ই-প্রেস ক্লাবের সম্মানিত প্রতিষ্ঠাতা উদ্যোক্তা জনাব সৈয়দ ফজলুল কবীর,উদ্যোক্তা জনাব মাসুদ লস্কর,(ব্যুারো প্রধান সিলেট) চট্রগ্রাম থেকে আগত সাংবাদিক ও সম্মাানিত উদ্যোক্তা জনাব এম,আর তাওহীদ, এবং সাংবাদিক-উদ্যোক্তা সম্মানিত জনাব মোঃ কামাল উদ্দিন। এ ছাড়া সার্বিক ও আন্তরিক সহযোগিতা করেন মাধবপুর হবিগজ্ঞ উপজেলা পরিষদের সম্মানিত চেয়ারম্যান, বিভিন্ন চিকিৎসক এবং প্রশাসনিক ব্যাক্তিবর্গ সহ মিডিয়া ও গণমাধ্যম কর্মীবৃন্দ।
Reading your article helped me a lot and I agree with you. But I still have some doubts, can you clarify for me? I’ll keep an eye out for your answers.