ময়মনসিংহ ত্রিশালে সড়ক দুর্ঘটনায় মা,বাবা,বোন হারানো নবজতককে দুধ খাওয়াচ্ছেন হাসপাতালে ভর্তি থাকা এক প্রসূতি।সেই দুধমা যেন নিজের সন্তানের মতোই ভালোবাসা ঢেলে দিচ্ছেন জন্মের পরপরই এতিম হওয়া কন্যাশিশুটির প্রতি।গত রবিবার দুপুরে ময়মনসিংহ নগরের চরপাড়া এলাকার বেসরকারি লাবিব হাসপাতালে এই চিত্র দেখা গেছে।এই হাসপাতালের দ্বিতীয় তলায় চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে রয়েছে শিশু কন্যাটি।পালাক্রমে একজন করে নার্স সেখানে সার্বক্ষণিক অবস্হান করছেন।বর্তমানে শিশুটি বিশেষজ্ঞ ডা.কামরুজ্জামান এবং অর্থোপেডিক সিকিৎসক ডা.সোহেল রানার তত্ত্বাবধানে রয়েছে।হাসপাতালের ব্যবস্হাপনা পরিচালক মোঃ শাহজাহান জানিয়েছেন,শিশুটির এক হাত ভেঙ্গে যাওয়ায় আরো ১০/১২ দিন সময় চিকিৎসাধীন থাকতে হতে পারে।এই চিকিৎসা এবং সেবা সম্পুর্ণ বিনামুল্যে দেওয়া হচ্ছে বলে তিনি জানান।