জ্বালানি সাশ্রয়ে বেশ কিছু সিদ্ধান্ত নিয়েছে সরকার।ডিজেল ভিত্তিক বিদ্যুৎকেন্দ্রগুলোতে আজ মঙ্গলবার থেকে উৎপাদন স্হগিত ঘোষণা করা হয়েছে।গ্রাহক পর্যায়ে আজ থেকেই সারা দেশে এলাকা ভিত্তিক এক ঘন্টা করে লোড শেডিং করা হবে।পরে প্রয়োজনে লোড শেডিং দুই ঘন্টা করা হবে।কোথায় কখন লোড শেডিং হবে, তা জানিয়ে দেবে বিদ্যূৎ বিতরণকারী কোম্পানীগুলো।এ ছাড়া সপ্তাহে এক দিন পেট্রোল পাম্প বন্ধ রাখা হবে।পাশাপাশি বিদ্যুৎ সাশ্রয়ে অফিসের কর্মঘন্টা কমিয়ে আনা,ভার্চুয়ালি অফিস ও সব ধরনের সভা করা,শীতাতপ নিয়ন্ত্রণ যন্ত্র(এসি)ব্যাবহারে সংযমী হওয়া,প্রতিদিন সন্ধ্যা ৮টায় শপিংমল বন্ধ করা এবং আলোকসজ্জা বন্ধ থাকবে।বিশেষ করে বিদ্যুৎ বিভাগকে বলা হয়েছে, তারা খুব কঠিনভাবে বিষয়টি পর্যবেক্ষণ করবে।যদি কেউ অমান্য করে,তাদের বিদ্যূতের সংযোগ বিচ্ছিন্ন করা হবে।