আজ বিকাল আনুমানিক চারটার সময় আগ্রাবাদস্হ গোসাইলডাঙ্গা লোকনাথ ধাম সড়কে অবস্হিত আইআই ইউসি চব্বিশতলা ভবনের ছাদ থেকে পড়ে গিয়ে নিহত (৫৫) হন।(ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন) জানা যায় পেশায় উনি একজন ঐভবনে কর্মরত গ্লাস কন্ট্রাক্টর। নিহতের গ্রামের বাড়ি মুন্সিগজ্ঞ টুঙ্গীপাড়ায়।কথাছিল আজ কাজের শেষ কাজ সমুহ কর্তৃপক্ষকে বুঝিয়ে দিবেন। এতে তার অধিনে কর্মরত অন্যান্য মিস্ত্রীদের কাজের তদারকি করতে গিয়ে এক পর্যায়ে ছাদের নীচের দিকে তাকাতেই উল্টিয়ে নীচে পড়ে নিহত হন। পরে সংবাদ পেয়ে ডবলমুড়িং ও বন্দর থানার পুলিশ এবং ফায়ার সার্ভিসের লোক এসে নিহতের লাশ উদ্ধার করেন।নিহতের পরিবারের মধ্যে তার মা-স্ত্রী-কন্যা আসলে ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে নিয়ে যাওয়া হয়।
Tear or cut into strips, or cut with pastry shapes for children s parties or lunch boxes brand cialis online