আজ শোকাবহ আগষ্ট মাসের প্রথম দিন। ১৯৭৫ সালের এ মাসেই একদল বিপদগামী সেনা সদস্য হত্যা করে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে ও তাঁর পরিবারের সদস্যদের।দিনটি বাঙালি জাতির ইতিহাসে কলন্কিত একটি অধ্যায়।শোকের এ মাসটি নানা কর্মসূচির মাধ্যমে পালন করবে আওয়ামী লীগ এবং সহযোগী ও ভ্রাতৃপ্রতিম সংগঠনগুলো।পঁচাত্তরের ১৫ আগষ্ট কালরাতে ঘাতকরা শুধুমাত্র বঙ্গবন্ধুকে হত্যা করেনি,তারা বঙ্গবন্ধুর রক্তের উত্তরাধিকার নিশ্চিহ্ন করে দিতে চেয়েছিল। ঘাতকরা সেদিন হত্যা করে বঙ্গবন্ধুর সহধর্মিণী বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিব,বঙ্গবন্ধুর সন্তান শেখ কামাল,শেখ জামাল,শিশু পুত্র শেখ রাসেলকে সহ আরো অনেক কে। ১৫ আগষ্টের ওই হত্যাকান্ড আলোড়ন তুলেছিল সারা বিশ্বে।
buy cialis with paypal However, I had been taking high doses of quercitin and vitamin C amongst other things for several months at that point for my MCAS along with zinc, which I now understand is one of the recommended treatments preventatives for COVID