জাতীয় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭ তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে সারাদেশে ই-প্রেস ক্লাবের নেতৃবৃন্দ বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ, মিলাদ মাহফিল ও দোয়ার আয়োজন করেন।
পূর্ব পরিকল্পনা মোতাবেক ১৫ ই আগষ্ট সকাল থেকেই জাতীয় শোক দিবস পালনের জন্য ই-প্রেস ক্লাবের প্রতিষ্ঠাতা ও উদ্যোক্তা সৈয়দ ফজলুল কবীর কেন্দ্রীয় কমিটি ও বিভাগীয় কমিটির নেতৃবৃন্দ কে মোঠোফোনে দিকনির্দেশনা দেন।
ই-প্রেস ক্লাবের প্রতিষ্ঠাতা ও উদ্যোক্তা সৈয়দ ফজলুল কবীর এর আহবানে কেন্দ্রীয় সাংবাদিক নেতা, সিলেট বিভাগের আহবায়ক ও উদ্যোক্তা সাংবাদিক মাসুদ লস্কর এর সহযোগিতায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর প্রতিকৃতি ধানমন্ডি ৩২ এ স্ব- শ্রদ্ধ পুষ্পস্তবক অর্পণ করেন । এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন শাহ কামাল হুসেন ও সাবানা চৌধুরী।
সারাদেশে পৃথক পৃথক ভাবে ই-প্রেস ক্লাবের নেতৃবৃন্দ বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন।
সিলেট বিভাগে সাংবাদিক মাহফুজুর রহমান মাহফুজের পরিচালনায় উপস্থিত ছিলেন সাংবাদিক অলিদ মিয়া,সাংবাদিক সোহাগ মিয়া,শাহাদাত হোসেন মামুন প্রমুখ।অনুষ্ঠান শেষে মিলাদ মাহফিল ও দোয়ার আয়োজন করা হয় এবং
চট্রগ্রাম বিভাগে বিভাগীয় আহবায়ক ও উদ্যোক্তা আলহাজ্ব সৈয়দ আবু মুসার পরিচালনায় উপস্থিত ছিলেন বিভাগীয় উদ্যোক্তা এম আর তাওহীদ, বিভাগীয় উদ্যোক্তা মাষ্টার এম কামাল উদ্দিন, বিভাগীয় উদ্যোক্তা এম এ আজাদ চৌধুরী, মোঃ মফিজুর রহমান নিরব খাঁন প্রমুখ।অনুষ্ঠানে চট্রগ্রাম বিভাগীয় উদ্যোক্তা গণের বক্তব্যের পর বিশেষ দোয়া মাহফিলের মাধ্যমে সভাপতি আলহাজ্ব সৈয়দ আবু মুসা সমাপনী বক্তব্য শেষে সবাইকে শোক সভায় অংশ গ্রহণের জন্য ধন্যবাদ জানিয়ে সভার সমাপ্তি ঘোষণা করেন।