রাজধানীতে ব্যাটারি চালিত অটোরিক্সার ধাক্কায় মারিয় আক্তার নামক (৭) এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।এঘটনায় ফাইজা (৭)নামের অপর মাদ্রাসা শিক্ষার্থী আহত হয়।গতকাল বুধবার সকালে কদমতলী থানার পুর্ব জুরাইন আশ্রাফ মাষ্টার আদর্শ উচ্চ বিদ্যালয়ের সামনে এ ঘটনা ঘটে।উদ্ধার করে তাদের ঢাকা মেডীকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মারিয়াকে মৃত ঘোষণা করেন।ফাইজাকে হাসপাতালের জরুরি বিভাগে চিকিৎসা দেওয়া হচ্ছে।জানা যায় সকালে স্কুলে যাওয়ার সময় মারিয়া -ফাইজার হাত ধরে রাস্তা পার হচ্ছিল।এ সময় ব্যাটারিচালিত রিক্সাটি তাদের সজোড়ে ধাক্কা দেয়।এতে তারা গুরুতর আহত হয়।ওই ঘটনায় ক্ষুব্ধ জনতা অটোরিক্সাটি আগুন দিয়ে পুড়িয়ে দেয়। বিক্ষুব্ধ জনতার দাবী জানান শহরের অলি-গলিতে চালিত অবৈধ এই রিক্সা সমুহ অতিসত্তর উচ্ছেদ করা হউক।