সম্প্রতি বেশ কিছু ইস্যু নিয়ে অত্যন্ত মন খারাপ নায়ক প্রযোজক অনন্ত জলিলের। এক দিকে “দিন দ্য ডে”ছবির পরিচালক মুর্তুজা অতাশ জমজমের মামলা করার হুমকি,অন্যদিকে চুক্তিপত্র ফাঁস,সে সঙ্গে ছবিটির বিভিন্ন দৃশ্য নিয়ে অনন্ত ও বর্ষাকে সামাজিক যোগাযোগ মাধ্যমে ট্রল করা এগুলো আর মেনে নিতে পারছেন না অনন্ত।তাই খানিকটা ক্ষোভের সঙ্গেই তার মতামত ব্যাক্ত করেছেন,চলচ্চিত্রের প্রযোজকের খাতা থেকে তার নাম সড়িয়ে নেবেন।মনে হয় ইন্ডাষ্ট্রির মানুষ আমাকে আলাদা ভাবে দেখেন। তাঁরা মনে করেন আমি এখানকার কেউ না,কিন্তু আমি কখনও সেটা মনে করিনি।এখন থেকে আমি অনন্ত জলিল হয়েই থাকতে চাই।চলচ্চিত্রের পাশে আগে আমাকে যেভাবে পেয়েছিলেন,এখন থেকে আর কেউ আমাকে সেভাবে পাবে না।আমি সিদ্ধান্ত নিয়েছি,বাইরের ছবি করব।আমার প্রতিষ্ঠান থেকে আর কোনো ছবি করব না।এখন থেকে ছবি প্রযোজনা নয়,শুধুমাত্র অভিনয়ে থাকব।কোনো প্রযোজক-পরিচালক স্ক্রিপ্ট নিয়ে আমার কাছে এলে আমার পছন্দ হলে সেখানে কাজ করব।