নিজস্ব প্রতিবেদকঃ
চট্টগ্রাম নগরে বায়জিদে মায়ের সাথে রাস্তা পার হওয়ার সময় ব্যাটারী চালিত অটোরিক্সাচাপায় মুনতাহা(৭) নামের এক শিশুর মৃত্যু হয়েছে।গতকাল সোমবার রাত ১০টার দিকে বায়জিদ থানার টেক্সটাইল গেইট গ্রিন ভিউ আবাসিক এলাকায় এই দুর্ঘটনা ঘটে।এ ঘটনায় রিক্সাচালককে গ্রেপ্তা্তা করা হয়েছে।শিশু মুনতাহার বাবা মোহাম্মদ সুজন নগরের একটি বায়িং হাউসে চাকরি করেন।সেই সুবাদে টেক্সটাইল গেইটের গ্রিনভিউ আবাসিক এলাকায় নিজের পরিবার নিয়ে থাকেন।তাঁর গ্রামের বাড়ি ফেনী।মুনতাহার চাচা এমরানুল আনোয়ার রোমান বলেন,গত সোমবার রাতে মায়ের সাথে রাস্তা পার হতে গিয়ে বিপরীত দিক থেকে দ্রুতগতিতে আসা অটোরিক্সাটির নিচে চাপা পড়ে মুনতাহা।পরে চট্টগ্রাম মেডিকেলে(চমেক) নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
Reading your article helped me a lot and I agree with you. But I still have some doubts, can you clarify for me? I’ll keep an eye out for your answers.
Cool. I spent a long time looking for relevant content and found that your article gave me new ideas, which is very helpful for my research. I think my thesis can be completed more smoothly. Thank you.