সংগ্রহীত প্রতিবেদক। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে প্রধানমন্ত্রীর সম্প্রতি ভারত সফর নিয়ে দেশের সার্বভৌমত্বকে আঘাত করে পোষ্টের অভিযোগে তাওহীদ ইসলাম নামের একজনকে গ্রেপ্তার করা হয়েছে।বৃহস্পতিবার বিকেলে রাজধানীর উত্তর বাড্ডা এলাকা থেকে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম বিভাগ (সিটিটিসি) তাঁকে গ্রেপ্তার করে।তাঁর কাছ থেকে একটি মোবাইল ফোন এবং একটি সিম জব্দ করা হয়।সিটি ইন্টেলিজেন্স অ্যানালাইসিস বিভাগের সাইবার ইন্টেল টিমের সহকারী পুলিশ কমিশনার অমিত কুমার দাশ বলেন, প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়ে রাষ্ট্রের ভাবমুর্তি ও সার্বভৌমত্বকে আঘাত করে এমন লেখা একটি ফেসবুক আইডিতে পোষ্ট করা হয়,যা টিমের নজরে আসে। এতে তথ্য-প্রযুক্তির সহায়তায় আইডিটি শনাক্ত করে,পরে তাঁর অবস্হান নিশ্চিত করে তাঁকে গ্রেপ্তার করা হয়।রমনা মডেল থানায় করা মামলায় তাঁকে রিমান্ডের আবেদনসহ আদালতে পাঠানো হয়।