এসএমটিভি প্রতিবেদক,
গতকাল ২৬,৯,২০২২ বিকালে সাংবাদিকদের আত্ব-সামাজিক উন্নয়নের নিবেদিত প্রান বিশিষ্ট গবেষক ই-প্রেস ক্লাবের সম্মানীত প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান জনাব সৈয়দ ফজলুল কবীর সাহেবের সাংগঠনিক অবকাঠামোগত উন্নয়নের লক্ষ্যে চট্টগ্রাম সফরে আসেন এবং চট্টগ্রাম বিভাগীয় ও জেলা কমিটি সংক্রান্ত এক জরুরি সভা উদ্যোক্তা সৈয়দ আবু মুসা সাহেবের সভাপতিত্বে আগ্রাবাদস্থ ই-প্রেসক্লাবের অস্হায়ী কার্যলয়ে অনুষ্ঠিত হয়।এতে সাংগঠনিক বিভিন্ন বিষয়ে যথা;কেন্দ্রীয় ভিত্তি, ও ব্যবসায়ীক আলোচনা করেন এবং আগামী কেন্দ্রীয় অনুষ্ঠান সফল ও সার্থক করার নিমিত্তে বিস্তারিত আলোচনা করে সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত গ্রহন করেন।
এতে প্রধান অতিথি হিসেবে জনাব সৈয়দ ফজলুল কবীর সাহেব বলেন- আগামীতে সরকারের পাশা পাশি দেশের ৪র্থ শিল্প বিপ্লব মোকাবিলায় ই-প্রেস ক্লাব যুগোপযোগী প্রদক্ষেপ নিয়েছে যা বিশ্বকে তাক লাগিয়ে দিবে,শুধু ধৈয্য` আর সময়ের ব্যপার। তিনি আরো বলেন -দেশের সকল নির্যাতিত নিষ্পেষিত অবহেলিত সাংবাদিকদের পাশে থেকে সূখ দূঃখের সাথী হওয়ার আহবান জানান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট বিভাগীয় উদ্যোক্তা ও আহবায়ক সাংবাদিক জনাব মাসুদ লস্কর।বক্তব্য রাখেন-
উদ্যোক্তা, দৈনিক বাংলার ডাক ও দৈনিক চট্টগ্রাম,এবং দৈনিক পূর্ব`দিগন্ত’র সহঃ সম্পাদক এম.কামাল উদ্দিন (মাষ্টার), উদ্যোক্তা ও সাংবাদিক কাজী জিয়া উদ্দিন সোহেল,উদ্যোক্তা ও দৈনিক পূর্ব`দিগন্ত’র সম্পাদক মোহাম্মদ কফিল উদ্দিন, ই-প্রেস ক্লাব উদ্যোক্তা ও দৈনিক বাংলার ডাক পত্রিকার চট্টগ্রাম ব্যুরোচীফ এম.জাফর ইকবাল তালুকদার প্রমুখ।
does medicaid cover viagra Though this study has encounter 7 lost to follow up, this does not have a major influence on our results
Reading your article helped me a lot and I agree with you. But I still have some doubts, can you clarify for me? I’ll keep an eye out for your answers.