চট্টগ্রামেে হালদা নদীতে আরো একটি ইলিশ মাছ পাওয়া গেছে।নদীর চাঁন্দগাও অংশে অবৈধভাবে পাতা একটি জালে আটকে পড়ে ছোট আকারের একটি ইলিশ মাছ।গত শনিবার বিকেলে মাছটি ধরা পড়ে মৎস্য বিভাগ থেকে বিষয়টি জানানো হয়।তবে মাছটি ধরার পর সেখানেই অবমুক্ত করা হয়েছে।গবেষকরা বলছেন,কর্ণফুলী নদীতে চলে আসা ইলিশ সাধারণত উজানের ভাটির দিকে বেশ কিছু দূর যায়।যাতায়াতের মধ্যেই এ মাছ হালদ নদীর মদুনাঘাট অংশে চলে আসে।চট্টগ্রামের হাটহাজারী,রাউজান ও ফটিকছড়ি উপজেলার ওপর দিয়ে হালদা নদী প্রবাহিত।গতকাল হাটহাজারী উপজেলা মৎস্য কর্মকর্তা নাজমুল হুদা জানান,হালদা যেখানে কর্ণফুলী নদীর সঙ্গে মিশেছে,সেই মোহনার কাছাকাছি চান্দগাঁও অংশে অবৈধভাবে পাতা একটি জালে ২৬৫ গ্রাম ওজনের ছোট আকারের একটি ইলিশ মাছ পাওয়া যায়।পরে মাছটি ওই অংশেই ছেড়ে দেওয়া হয়।
cheap cialis ARNIs are a new combination drug for the treatment of heart failure