এসএম টিভি প্রতিবেদকঃ গত ২০২১ সালের ৮অক্টোবর এই দিনে চট্টগ্রামের বুনিয়াদী পরিবারের তৎ স্বাধীনতা পুর্বকালীন প্রাদেশিক মন্ত্রী মৌলভী আহমদ ছগীর চৌধূরীর ৩য় পুত্র আলহাজ্ব সাহেদ আজগর চৌধূরী ইহ জগত ত্যাগ করেন। আজ উনার ১ম মৃত্যু বার্ষিকী। এ উপলক্ষে, উনার ব্যবসায়িক প্রতিষ্ঠান শাহতাজ লিঃ(উপহার) এর সকল কর্মকর্তা ও কর্মচারিবৃন্দ বিশেষ দোয়া মাহফিলের আয়োজন করেন।এছাড়া বিকালে বাদআছর মরহুমের কবর জেয়ারত সহ সবার নিকট দোয়ার দরখাস্ত রইল । ব্যাক্তি জীবনে উনি ক্রীড়া ব্যাক্তিত্ব ও জাতীয় পুরস্কারপ্রাপ্ত, চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্হার সাধারণ সম্পাদক,সহভাপতি,এবং ষ্টার সামার ক্রিকেট টুর্ণামেন্ট,ষ্টার ক্লাবের প্রতিষ্ঠাতা,চট্রগ্রাম মোহামেডান স্পোর্টিং ক্লাবের সভাপতি সহ অসংখ্য সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান থেকে সম্মাননা প্রাপ্ত এবং বিশিষ্ট সমাজ সেবক ও সফল ব্যবসায়ি। আমরা দোয়া করি,মহান আল্লাহ যেন উনাকে জান্নাতবাসী করেন। আ-মীন।
One thought on "আলহাজ্ব সাহেদ আজগর চৌধূরীর প্রথম মৃত্যু বার্ষিকী।"