এসএম টিভি২৪ প্রতিবেদকঃ আন্তর্জাতিক সাংবাদিক সংগঠন ই -প্রেস ক্লাবের কেন্দ্রীয় কমিটির এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। ১৩ অক্টোবর বিকালে ঢাকাস্থ প্রধান কার্যালয়ে সৈয়দ ফজলুল কবীর এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় সারা দেশ ব্যাপী সংগঠন এর কার্যক্রম পরিচালনা করার জন্য সংগঠন এর জনাব মাসুদ লস্কর কে সিলেট বিভাগীয় প্রধান ও জনাব সৈয়দ আবু মুসা কে চট্রগ্রাম বিভাগীয় প্রধান এর দায়িত্ব প্রদান করেন। জানা যায় আন্তর্জাতিক সাংবাদিক সংগঠন ই -প্রেস ক্লাবের সদরদপ্তর বাংলাদেশ থেকে অদ্যাবধি ২১ টি দেশে কমিটি গঠন ও আন্তর্জাতিক অনুমোদন লাভে সক্ষম হয়েছে।
চতুর্থ শিল্প বিপ্লবে নেতৃত্ব দেওয়ার প্রতিশ্রুতিবদ্ধ সাংবাদিক সংগঠন ই-প্রেস ক্লাব সাংবাদিকদের স্বাবলম্বী করার জন্য পরিকল্পনা প্রনয়ন ও বাস্তবায়নের দ্বারপ্রান্তে। সাংবাদিক সংগঠন ই-প্রেস ক্লাবের উৎপাদিত পণ্য সারাদেশে বাজার জাত করনের প্রক্রিয়া চলমান রয়েছে।
ইতিমধ্যে ই-প্রেস ক্লাব বিটিসিএল থেকে ডোমেইন ও হোস্টিং ব্যবহারের অনুমোদন সহ নিবন্ধন পেয়েছে।
এ ব্যাপারে জানতে চাইলে সিলেট বিভাগীয় প্রধান মাসুদ লস্কর বলেন, আন্তর্জাতিক সাংবাদিক সংগঠন ই- প্রেস ক্লাব চতুর্থ শিল্প বিপ্লব এ নেতৃত্ব দিতে অঙ্গীকারবদ্ধ।
মুলত সাংবাদিকদের স্বাবলম্বী করার প্রত্যয় নিয়ে এ সংগঠন প্রতিষ্ঠিত। তিনি আরো বলেন, আন্তর্জাতিক সাংবাদিক সংগঠন ই -প্রেস ক্লাবের প্রতিষ্ঠাতা ও স্বপ্নদ্রষ্টা সৈয়দ ফজলুল কবীর সাহেবের ঐকান্তিক প্রচেষ্টার ফসল ই-প্রেস ক্লাব আজকে সারা বিশ্বে এক আলোড়ন স্মৃষ্টি করেছে।
ই-প্রেস ক্লাবের পরিকল্পনায় মুগ্ধ হয়ে ইউকে সরকার ই-প্রেস ক্লাব কে আন্তর্জাতিক স্বীকৃতি প্রদান করেছে।
১১ টি কর্মপরিকল্পনা বাস্তবায়নের এজেন্ডা নিয়ে প্রতিষ্ঠিত সাংবাদিক সংগঠন ই -প্রেস ক্লাব সুশীল সাংবাদিক সহ দেশের সকলের সহযোগিতা কামনা করেন।
I have read your article carefully and I agree with you very much. This has provided a great help for my thesis writing, and I will seriously improve it. However, I don’t know much about a certain place. Can you help me?