এসএম টিভি২৪.কম প্রতিবেদক: এক জেলে বলেন,মোগো কষ্ট দ্যাহার কেউ নাই।হারা বচ্চর(সারা বছর) গাঙে মাছ আলহে (পাওয়া যায়) না।অ্যহন দিছে অবরোধ।ঘরে চাউল নাই।গুরাগারা লইয়া কষ্ট হরি।সরহার চাউল দেছে; হ্যাঁ ছয় দিনেও পাই নাই।হহালে(দ্রুত) চাউল দেবার দাবি হরি(করি) কুকুয়া ইউপি চেয়ারম্যান মো: বোরহান উদ্দিন মাসুম তালুকদার বলেন, জেলেদের জন্য বরাদ্দ চাল বিতরণের অনুমতি পাইনি এখনও।আমতলী উপজেলা জ্যেষ্ঠ মৎস্য কর্মকর্তা হালিমা সরদার বলেন,সরকার চাল বরাদ্দ দিয়েছে কিন্তু উপজেলা নির্বাহী কর্মকর্তা এলেই বিতরণ কার্যক্রম শুরু করব। আমতলী উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো.জামাল হোসাইন বলেন,চালের ডিউতে ইউএনও স্বাক্ষর না করায় তা বিতরণ করতে পারছিনা।স্বাক্ষর করলেই বিতরণ শুরু হবে।তালতলী উপজেলা নির্বাহী কর্মকর্তার অতিরিক্ত দায়িত্বে থাকা আমতলী উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম সাদিক তানভির বলেন,খবর নিয়ে খুবদ্রুত জেলেদের চাল বিতরণে প্রয়োজনীয় ব্যবস্হা নেওয়া হবে।
It is also used for high blood pressure, cancer, stroke, and many other conditions, but there is no good scientific evidence to support many of these other uses zpack for flu No more cancer detected