বুধবার, ২৯ মার্চ ২০২৩, ১০:০২ পূর্বাহ্ন
শিরোনাম:
৯৫ বছরে এক মিনিটের জন্যও বন্ধ হয়নি কোরআন তেলাওয়াত যে মসজিদে! এবার নায়িকা জয়া আহসানের চার সেকেন্ডের ভি’ডি’ও অ’নলাইনে ভা’ইরা’ল অফিস-আদালত,ব্যাংক–স্কুলে আজ থেকে নতুন সময়সূচি ভারতের ত্রিপুরার আগরতলায় হাঁপানিয়া বইমেলা উৎসব অনুষ্ঠিত বিদ্যানন্দ ফাউন্ডেশনের উদ্যোগে খাগড়াছড়ি পার্বত্য জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের একশত (১০০) অস্বচ্ছল শিক্ষার্থীদের মাঝে শিক্ষা সামগ্রী ও শিক্ষাবৃত্তি বিতরণ করা হয়েছে। চট্টগ্রাম বিমানবন্দরে যাত্রীর পায়ুনালি থেকে ২৩টি স্বর্ণের বার উদ্ধার রাঙামাটির রাজস্থলীতে ৪র্থ পর্যায়ে ১৫ টি ভূমিহীন পরিবারের মাঝে গৃহ হস্তান্তর অনুষ্ঠান করোনার পরের জটিলতায় বেশি ভুগছেন নারী: গবেষণা বিশ্ব বিচিত্রা খবর পদহীন পঙ্গু কণ্যা “সারাহ” বিশ্বে লাখপতি রুমায় সড়ক দুর্ঘটনায় বম সম্প্রদায়ের নিহতের ঘটনায় ইউপিডিএফের শোক প্রকাশ। খাদ্যপণ্য রপ্তানি ও খাদ্য প্রক্রিয়াজাতকরণ শিল্পে গুরুত্ব দিতে হবে- প্রধানমন্ত্রী

সবুজ আন্দোলন কক্সবাজার জেলা শাখার পুর্ণাঙ্গ কমিটি ঘোষণা।

Coder Boss
  • Update Time : সোমবার, ১৭ অক্টোবর, ২০২২
  • ২৭২ Time View

সৈয়দ ওমর ফারুক নিজস্ব প্রতিবেদকঃ

অদ্য ১৫/১০/২২ ইং সবুজ আন্দোলন কক্সবাজার জেলা শাখার ৭১ সদস্য বিশিষ্ট ঘোষিত কমিটিতে সভাপতি- অধ্যাপক নুরুল আমিন সিকদার ভুট্টো, সহ সভাপতি- মোঃ জসিম উদ্দিন, সহ সভাপতি- নয়ন সেলিনা, সহ সভাপতি -মোশাররফ হোসেন দুলাল, সহ সভাপতি-আবদুল হক ( চেয়ারম্যান),
সহ সভাপতি- এম আমান উল্লাহ, সহ সভাপতি- স.ম. ইকবাল বাহার চৌধুরী, সহ সভাপতি- মোহাম্মদ মঈন উদ্দীন, সহ সভাপতি- সাইফুল ইসলাম সাইফী, সহ সভাপতি- নীলিমা আকতার চৌধুরী।

সাধারণ সম্পাদক- মোহাম্মদ ইমরান, যুগ্ম সাধারণ সম্পাদক -আদহাম বিন ইব্রাহীম, যুগ্ম সাধারণ সম্পাদক- নাজিম উদ্দীন, যুগ্ম সাধারণ সম্পাদক- মোহাম্মদ হোবাইব, যুগ্ম সাধারণ সম্পাদক সালেহা আক্তার আখি, যুগ্ম সাধারণ সম্পাদক – আমানুল হক আমান, যুগ্ম সাধারণ সম্পাদক- এইচ এম আবদুল হাই, যুগ্ম সাধারণ সম্পাদক- নুরুচ্ছফা নুরী।

সাংগঠনিক সম্পাদক- কাইছার হামিদ মনির, সাংগঠনিক সম্পাদক- আনোয়ারুল ইসলাম ভূট্টো, সাংগঠনিক সম্পাদক- শাহাজাদী মোর্শেদা,
সহ সাংগঠনিক সম্পাদক -মোহাম্মদ উল্লাহ,
সহ সাংগঠনিক সম্পাদক -আশরাফুল ইসলাম,
সহ সাংগঠনিক সম্পাদক- দেলোয়ার হোসেন।

অর্থ সম্পাদক -ছাবেকুন্নার, সহ অর্থ সম্পাদক- ফরিদুল আলম, দপ্তর সম্পাদক (যুগ্ম সাধারণ সম্পাদক এর পদ মর্যাদা) বেলাল উদ্দিন রাকিব, সহ দপ্তর সম্পাদক- মনসুর আলম ও ইফতেখার উদ্দিন গিয়াস, প্রচার ও প্রকাশনা সম্পাদক বিষয়ক সম্পাদক (যুগ্ম সম্পাদক এর পদ মর্যাদা) শফিউল আলম শফি, সহ প্রচার ও প্রকাশনা সম্পাদক সাইদুল ইসলাম মিন্টু ও বজলুর রহমান, নারী ও শিশু বিষয়ক সম্পাদক – ডালিয়া জামান, সহ নারী ও শিশু বিষয়ক সম্পাদক০১ – শাহানা মজুমদার, সহ নারী ও শিশু বিষয়ক সম্পাদক০২ – মনোয়ারা পারভীন, সহ নারী ও শিশু বিষয়ক সম্পাদক০৩ – শাহিদা আজিজ,সহ নারী ও শিশু বিষয়ক সম্পাদক০৪ – মনোয়ারা বেগম, আইন বিষয়ক সম্পাদক – এড. মুহাইমিনুল ইসলাম সাজিদ, সহ আইন বিষয়ক সম্পাদক – এড. আবদুল মাজেদ, ধর্ম বিষয়ক সম্পাদক – এইচ এম নাছির উদ্দীন কাদেরী, সহ ধর্ম বিষয়ক সম্পাদক – শফিউল আলম, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক – মোঃ মুনির বিন সোলতান, সহ বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক০১ – মাহবুবুর রহমান, সহ বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক০২ – শহিদ উল্লাহ, প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক – সাইমুন কামাল প্রিন্স,সহ প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক০১ – পারভীন আক্তার, সহ প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক০২ – মফিজুল হক মফিজ, শিক্ষা ও গবেষণা বিষয়ক সম্পাদক – রেহানা আক্তার, সহ শিক্ষা ও গবেষণা বিষয়ক

সম্পাদক০১ – আরিফ মঈন উদ্দীন, সহ শিক্ষা ও গবেষণা বিষয়ক সম্পাদক০২ – আশরাক হোসেন হৃদয়, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক – ডা. সানোয়ারা আকতার সানি, সহ স্বাস্থ্য বিষয়ক সম্পাদক – উম্মে নাজমুন জাজিয়া, যোগাযোগ বিষয়ক সম্পাদক – মাহমুদা ইসলাম, সহ যোগাযোগ বিষয়ক সম্পাদক০১ – সাইমুন ফয়েজ শাওন, সহ যোগাযোগ বিষয়ক সম্পাদক০২ – এ.কে. রিফাত, সমাজ সেবা বিষয়ক সম্পাদক – জয়নাল আবেদীন, সহ সমাজ সেবা বিষয়ক সম্পাদক – তাছমিরা ছিদ্দিকা রিতা, ত্রাণ ও দূর্যোগ বিষয়ক সম্পাদক – মাহাবুব আলম, সহ ত্রাণ ও দূর্যোগ বিষয়ক সম্পাদক – জসিম উদ্দিন, যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক – আলাউদ্দিন আল হোসেন, সহ যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক – জিয়াবুল হোসেন জিয়া, নির্বাহী সদস্য হিসেবে মাহমুদুল করিম, শাহীনা আক্তার পাখি, সাঈদ মোহাম্মদ আনোয়ার, সৈয়দ মোহাম্মদ বাবর, দিদারুল করিম, আরিফ বিন ছালেহ, পরিমল দে, রুনা আক্তার, রেবেকা সুলতানা রুমা, তাবাচ্ছুমা নাহিয়ান নাম ঘোষণা করা হয়।

Please Share This Post in Your Social Media

One thought on "সবুজ আন্দোলন কক্সবাজার জেলা শাখার পুর্ণাঙ্গ কমিটি ঘোষণা।"

  1. Soinireor says:

    Work in the Houtkooper group is financially supported by a grant from the Rembrandt Institute for Cardiovascular Science, an ERC Starting grant no is propecia worth it Results of postoperative radiotherapy in the treatment of sarcoma of the corpus uteri

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© All rights reserved © 2022 Coder Boss

Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102