আনোয়ারা প্রতিনিধিঃ
চট্রগ্রাম আনোয়ারা উপজেলা সদরে ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডএর উপশাখা শুভ উদ্বোধন অনুষ্ঠান সম্পন্ন হয়।
আজ রবিবার সকালে চট্রগ্রাম আনোয়ারা স্টেশন রোডের পাশে ফরচুন দিপু মণি শপিং কমপ্লেক্সে ব্যাংকের ইভিপি ও চট্টগ্রাম দক্ষিণ জোনের প্রধান মিয়া মোহাম্মদ বরকত উল্লাহ প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। এই উপলক্ষে আনোয়ারা চাতরী শাখার ব্যবস্থাপক মোঃ জিয়া উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বিশেষ অতিথি ছিলেন ব্যাংকের এস এ ভি পি আরিফুর রহমান,
আনোয়ারা থানার ওসি (তদন্ত) আব্দুর রহিম ও নগরীর বদ্দারহাট শাখার ব্যবস্থাপক মোঃ আব্দুল আজীম। আনোয়ারা চাতরী শাখার সিনিয়র অফিসার আনোয়ার হোসাইনের সঞ্চালনায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন চট্টগ্রাম দক্ষিণ জেলা যুবলীগ নেতা আলী আব্বাস, ব্যবসায়ী শাহেদুল ইসলাম, আনোয়ারা সদর উপ শাখার ইনচার্জ মো : শাফায়েত হোসেন। আলোচনা সভা শেষে ফিতা কেটে প্রধান অতিথি মিয়া মোহাম্মদ বরকত উল্লাহ ব্যাংকের উপ-শাখার উদ্বোধন ঘোষণা করেন। পরে মাওলানা মোঃ জাকারিয়া দোয়া ও মোনাজাত পরিচালনা করেন। এ সময় উদ্বোধনী অনুষ্ঠানে ব্যবসায়ী সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
More than half of the 48 cases were reported after 2010 furosemide 40 mg buy online Recent studies in animal models of HD have shown that HD phenotypes are ameliorated or reversed when expression of mutant Htt is downregulated in the striatum, even if endogenous normal Htt levels are simultaneously reduced 9 12
nexium rx 40 mg
diflucan pharmacy
cheap flagyl online