সৈয়দ ওমর ফারুক নিজস্ব প্রতিবেদক,বান্দরবনঃ
বান্দরবানের রোয়াংছড়ি,রুমা,থানচি ও আলীকদম উপজেলা সমুহে পর্যটকদের ভ্রমণের মেয়াদ আগামি ৪ নভেম্বর পর্যন্ত পুণ পাঁচদিন বাড়ানো হয়েছে।রবিবার সন্ধ্যায় বান্দরবান জেলা ম্যাজিষ্ট্রেট ইয়াছমিন পারভিন তিবরীজির সই করা এক গণবিজ্ঞপ্তিতে নিষেধাজ্ঞার মেয়াদ বাড়ানোর কথা জানানো হয়।এর পুর্বে গত ১৮অক্টোবর জারি করা নিষেধাজ্ঞার মেয়াদ রবিবার পর্যন্ত শেষ হয়।
বিজ্ঞপ্তিতে জানানো হয়,বান্দরবানের বিভিন্ন দুর্গম এলাকার গহিন অরণ্যে লুকিয়ে থাকা সন্ত্রাসীদের অবস্হান খুঁজে পেতে তল্লাশি অভিযান চালাবে সেনাবাহিনী।এ কারণে বান্দরবান সেনা রিজিয়নের পক্ষ থেকে রুমা,রোয়াংছড়ি,থানচি ও আলীকদম উপজেলায় আপাতত নিরাপত্তা জনিত কারণে যে কোনো পর্যটকের ভ্রমণ বন্ধ রাখতে রবিবার জেলা প্রশাসনকে চিঠি দিয়ে জানানোর পরিপ্রক্ষিতে এই নিষেধাজ্ঞার মেয়াদ বাড়ানো হলো।
The increased cardiac mast cell density in patients with failing hearts may result from in situ differentiation from mast cell precursors, in situ replication from preexisting mast cells, and migration from other sites cialis online purchase Lamartina S
I have read your article carefully and I agree with you very much. This has provided a great help for my thesis writing, and I will seriously improve it. However, I don’t know much about a certain place. Can you help me?