বুধবার, ২৯ মার্চ ২০২৩, ০৯:০৪ পূর্বাহ্ন
শিরোনাম:
৯৫ বছরে এক মিনিটের জন্যও বন্ধ হয়নি কোরআন তেলাওয়াত যে মসজিদে! এবার নায়িকা জয়া আহসানের চার সেকেন্ডের ভি’ডি’ও অ’নলাইনে ভা’ইরা’ল অফিস-আদালত,ব্যাংক–স্কুলে আজ থেকে নতুন সময়সূচি ভারতের ত্রিপুরার আগরতলায় হাঁপানিয়া বইমেলা উৎসব অনুষ্ঠিত বিদ্যানন্দ ফাউন্ডেশনের উদ্যোগে খাগড়াছড়ি পার্বত্য জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের একশত (১০০) অস্বচ্ছল শিক্ষার্থীদের মাঝে শিক্ষা সামগ্রী ও শিক্ষাবৃত্তি বিতরণ করা হয়েছে। চট্টগ্রাম বিমানবন্দরে যাত্রীর পায়ুনালি থেকে ২৩টি স্বর্ণের বার উদ্ধার রাঙামাটির রাজস্থলীতে ৪র্থ পর্যায়ে ১৫ টি ভূমিহীন পরিবারের মাঝে গৃহ হস্তান্তর অনুষ্ঠান করোনার পরের জটিলতায় বেশি ভুগছেন নারী: গবেষণা বিশ্ব বিচিত্রা খবর পদহীন পঙ্গু কণ্যা “সারাহ” বিশ্বে লাখপতি রুমায় সড়ক দুর্ঘটনায় বম সম্প্রদায়ের নিহতের ঘটনায় ইউপিডিএফের শোক প্রকাশ। খাদ্যপণ্য রপ্তানি ও খাদ্য প্রক্রিয়াজাতকরণ শিল্পে গুরুত্ব দিতে হবে- প্রধানমন্ত্রী

মাল্টিক্রপ কম্বাইন হারভেস্টার গাড়ী কৃষকদের মাঝে হস্তান্তর করেন ভুমি মন্ত্রী জাবেদ এমপি।

Coder Boss
  • Update Time : রবিবার, ৬ নভেম্বর, ২০২২
  • ২৩৯ Time View

সৈয়দ ওমর ফারুক জেলা প্রতিনিধিঃ

শনিবার ( ৫ নভেম্বর ) সকালে আনোয়ারা উপজেলা চত্বরে এসব আধুনিক যন্ত্রপাতি কৃষকদের মাঝে হস্তান্তর করা হয়। এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মাননীয় ভুমি মন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী (জাবেদ )এম পি। বিশেষ অতিথি ছিলেন,চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের সভাপতি মোসলেম উদ্দিন আহমেদ,আনোয়ারা উপজেলার চেয়ারম্যান আলহাজ্ব তৌহিদুল হক চৌধুরী,পুলিশ সুপার হুমায়ুন কবির চৌধুরী,আনোয়ারা উপজেলার নির্বাহী কর্মকর্তা শেখ জুবায়ের রহমান,আনোয়ারা উপজেলা কৃষি কর্মকর্তা রমজান আলী,বাংলা মার্ক গ্রুপ এ-র ডেপুটি পরিচালক সিরাজুল ইসলাম, উপ পরিচালক নজরুল ইসলাম।

কৃষি অফিসার …………… জানান, আধুনিক মাল্টিক্রপ কম্বাইন হারভেস্টার ও মাল্টি-ক্রুপ কম্বাইন হারভেস্টার দুইটি যন্ত্র দিয়ে যে কোন কৃষক ধান, গম, ভুট্টা ও সরিষা খুব সহজেই অল্প টাকায় ঘরে তুলতে পারবে। আনোয়ারার কৃষকদের এখন আর দুর্যোগ ঘূর্ণিঝড়ের আবাস নিয়ে চিন্তায় পড়তে হবে না। যে কোন কৃষক উপজেলা কৃষি অফিসের সাথে যোগাযোগ করে এ গাড়িগুলো ব্যবহার করতে পারবে।

প্রধান অতিথি বলেন, ‘শেখ হাসিনার সরকার কৃষকদের কথা চিন্তা করে ৭০ শতাংশ ভর্তুকি দিয়ে আধুনিক এ দুইটি যন্ত্র হস্তান্তর করা হয়েছে। বর্তমান সরকার কৃষিবান্ধব সরকার। আনোয়ারা কৃষকদের জমিতে আর ধান নষ্ট হবে না।তারা খুব সহজেই ধান বাড়িতে নিয়ে যেতে পারবেন।’

এ দিকে, কৃষি কাজে আরো উন্নত,শক্তিশালী করতে বর্তমান সরকারের যে উদ্যোগ খাদ্য স্বয়ংসম্পন্ন করার টার্গেট রয়েছে; তা বাস্তবায়ন করতে এসব আধুনিক যন্ত্রপাতিগুলো (গাড়ি) বাংলা মার্ক গ্রুপ বিদেশ থেকে আমদানি করেছেন।

Please Share This Post in Your Social Media

One thought on "মাল্টিক্রপ কম্বাইন হারভেস্টার গাড়ী কৃষকদের মাঝে হস্তান্তর করেন ভুমি মন্ত্রী জাবেদ এমপি।"

  1. Soinireor says:

    All VTEs were centrally adjudicated by an external committee that reviewed in a blinded fashion all case records of suspicious VTE submitted by the participating centers how much does cialis cost

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© All rights reserved © 2022 Coder Boss

Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102