সৈয়দ ওমর ফারুক জেলা প্রতিনিধিঃ
শনিবার ( ৫ নভেম্বর ) সকালে আনোয়ারা উপজেলা চত্বরে এসব আধুনিক যন্ত্রপাতি কৃষকদের মাঝে হস্তান্তর করা হয়। এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মাননীয় ভুমি মন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী (জাবেদ )এম পি। বিশেষ অতিথি ছিলেন,চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের সভাপতি মোসলেম উদ্দিন আহমেদ,আনোয়ারা উপজেলার চেয়ারম্যান আলহাজ্ব তৌহিদুল হক চৌধুরী,পুলিশ সুপার হুমায়ুন কবির চৌধুরী,আনোয়ারা উপজেলার নির্বাহী কর্মকর্তা শেখ জুবায়ের রহমান,আনোয়ারা উপজেলা কৃষি কর্মকর্তা রমজান আলী,বাংলা মার্ক গ্রুপ এ-র ডেপুটি পরিচালক সিরাজুল ইসলাম, উপ পরিচালক নজরুল ইসলাম।
কৃষি অফিসার …………… জানান, আধুনিক মাল্টিক্রপ কম্বাইন হারভেস্টার ও মাল্টি-ক্রুপ কম্বাইন হারভেস্টার দুইটি যন্ত্র দিয়ে যে কোন কৃষক ধান, গম, ভুট্টা ও সরিষা খুব সহজেই অল্প টাকায় ঘরে তুলতে পারবে। আনোয়ারার কৃষকদের এখন আর দুর্যোগ ঘূর্ণিঝড়ের আবাস নিয়ে চিন্তায় পড়তে হবে না। যে কোন কৃষক উপজেলা কৃষি অফিসের সাথে যোগাযোগ করে এ গাড়িগুলো ব্যবহার করতে পারবে।
প্রধান অতিথি বলেন, ‘শেখ হাসিনার সরকার কৃষকদের কথা চিন্তা করে ৭০ শতাংশ ভর্তুকি দিয়ে আধুনিক এ দুইটি যন্ত্র হস্তান্তর করা হয়েছে। বর্তমান সরকার কৃষিবান্ধব সরকার। আনোয়ারা কৃষকদের জমিতে আর ধান নষ্ট হবে না।তারা খুব সহজেই ধান বাড়িতে নিয়ে যেতে পারবেন।’
এ দিকে, কৃষি কাজে আরো উন্নত,শক্তিশালী করতে বর্তমান সরকারের যে উদ্যোগ খাদ্য স্বয়ংসম্পন্ন করার টার্গেট রয়েছে; তা বাস্তবায়ন করতে এসব আধুনিক যন্ত্রপাতিগুলো (গাড়ি) বাংলা মার্ক গ্রুপ বিদেশ থেকে আমদানি করেছেন।
All VTEs were centrally adjudicated by an external committee that reviewed in a blinded fashion all case records of suspicious VTE submitted by the participating centers how much does cialis cost