সৈয়দ ওমর ফারুক, প্রতিবেদকঃ
দিলিপ হোড়, প্রকাশ মেরা মিয়া। প্রায় ২/৩ দশক ধরে চট্টগ্রামের নাট্য অভিনেতা,এবং তাঁর প্রত্যেকটা নাটকের সারা দেশ তথা বিশেষ করে চট্টগ্রামের দর্শকদের বিনোদনের মাধ্যমে হাসির খোরাক হিসেবে একনামে পরিচিত। মেরা মিয়া মুলত একজন জাতীয় পর্যায়ের অভিনেতা। সংস্কৃতি অঙ্গনে তাঁর যথেষ্ঠ খ্যাতি রয়েছে। সে একাধারে বেশ কয়েকটি পুর্ণদৈর্ঘ চলচ্চিত্র সহ অসংখ্য নাটকে অভিনয় করেও আজ তাঁর কোথাও তেমন কোনো মুল্যায়ন হয় নাই বলা যায়। দেশ, চলচ্চিত্র,সমাজ ও সংস্কৃতি অঙ্গনে রয়েছে তার যথেষ্ট অবদান। সেই দিলিপ হোড় তথা মেরা মিয়া সবার কাছে আজ অবহেলিত। জানা যায়,চট্টগ্রামের সকল নাট্য জগতের শিল্পীবৃন্দ তার সাহায্যে এগিয়ে এসেছেন। বর্তমানে মেরা মিয়া হার্ট,কিডনি ও ডায়াবেটিস সহ বিভিন্ন রোগে আক্রান্ত। তাই মেরা মিয়ার পক্ষে তার পরিবার ও চট্টগ্রামের শিল্পী সংস্হা সহ তাঁর ভক্তবৃন্দ,মেরা মিয়ার উন্নত চিকিৎসার্থে সমাজের বিত্তবান ও মাননীয় প্রধানমন্ত্রী ও তথ্য মন্ত্রীর মানবিক সাহায্য এবং আন্তরিক সহযোগিতা কামনা করেছেন।
degree coursework
design coursework
coursework support
buy cialis online prescription Details of the menstrual history of all patients were described in a previous report 14