কামাল উদ্দিন, (চট্টগ্র্রাম থেকে) : আগামী ৪ ডিসেম্বর’২২ গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার চট্টগ্রাম আগমন উপলক্ষে পাহাড়তলী থানা আওয়ামীলীগের উদ্যোগে একটা প্রস্তুতি সভা সংগঠনের সভাপতি জনাব আলহাজ্ব নুরুল আবছার মিয়া’র সভাপতিত্বে তার বাসভবনে অনুষ্ঠিত হয়,ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক অধ্যক্ষ আসলাম সাহেবের সঞ্চালনায় বক্তব্য রাখেন সহ সভাপতি ওয়াহিদুল আমিন চৌং, যুগ্ন সম্পাদক মোজাফফর আহমদ মাসুম, সাংগঠনিক সম্পাদক মাষ্টার এম কামাল উদ্দিন, ধর্ম বিষয়ক সম্পাদক আব্দুল হালিম,কৃষি বিষয়ক সম্পাদক খোকন দেব নাথ, প্রচার সম্পাদক মোঃ সেলিম সেকান্দর ও আব্দুল আউয়াল বিপ্লব,ক্রিড়া বিষয়ক সম্পাদক এখলাছুর রহমান শামিম,মোঃ আলম,আলহাজ্ব এসকান্দর মিয়া,সৈয়দ খাঁন ও অন্যান্য নেতৃবৃন্দ। নেতৃবৃন্দ বলেন-বর্তমান সরকার জনগনের জান মাল রক্ষায় কাজ করে চলেছে,দেশের শিল্পবাণিজ্যের উন্নয়ন কল্পে আধুনিক কলা কৌশল প্রনয়ণ করছে ফলে কৃষি ক্ষেত্রে বিপ্লব ঘটছে এবং জননেত্রী শেখ হাসিনা বিচক্ষন বুদ্ধিমত্তা দিয়ে দেশকে দরিদ্র থেকে উন্নত রাষ্ট্রের মর্যাদায় নিয়ে যাচ্ছে যা আজ বিশ্বের বিশ্বময় কিন্তু ৭১ এর পরাজিত শত্রুরা প্রপাগাড্ডা চালিয়ে এই উন্নয়নের যাত্রাকে বাধা গ্রস্ত্ করার প্রয়াস চালাচ্ছে, তাই বাংলার দামাল ছেলেরা অর্থাৎ বঙ্গবন্দুর আদর্শের অনুসারীরা তা রুকে দেওয়ার শপত নিলাম।আগামী ৪ঠা ডিসেম্বরের জননেত্রীর জন সভায় পাঁচ হাজার নেতা কর্মীর অংশগ্রহন করে জনসভাকে সাফল্য মন্ডিত করার অঙ্গিকার ব্যাক্ত করেন।
canadian pharmacy cialis 2 months from study enrollment with a range of 1
Reading your article helped me a lot and I agree with you. But I still have some doubts, can you clarify for me? I’ll keep an eye out for your answers.