সৈয়দ ওমর ফারুক,প্রতিবেদকঃ
মুখ ঢেকে কাঁদছিলেন নেইমার। ব্রাজিল সমর্থকদের রীতিমত আঁতকে উঠার মতো অবস্হা প্রায়।সার্বিয়ার বিপক্ষে ৯বারই ফাউলের শিকার হয়েছে নেইমার। দেখা যায় ৬৭ মিনিটে ফুলব্যাক মিলেনকোভিচের কড়া ট্যাকেলটি ছিল সব চেয়ে গুরুতর। ৮০মিনিটে তিতে মাঠ থেকে তুলে নেন নেইমারকে। তখনই তাঁর পায়ে আইসপ্যাক লাগিয়ে দেন টিম ট্রেনার।তখন ব্যথায় কাতরাচ্ছিলেন নেইমার।এরপর লকার রুমে দেখা যায় তাঁকে খুঁড়িয়ে খুঁড়িয়ে হাটতে। নেইমারের চোট নিয়ে ব্রাজিল জাতীয় দলের চিকিৎসক রদ্রিগো লাসমার জানালেন,পরিস্হিতি মুল্যায়ন করা হবে ২৪ থেকে ৪৮ ঘন্টায়। পরিস্হিতি আগেভাগে মন্তব্য করতে চাই না। সেই লাসমারই জানালেন,সুইজারল্যান্ডের বিপক্ষে ব্রাজিলের পরের দুই ম্যাচ খেলতে পারবেন না নেইমার।
creative writing english coursework
coursework paper
coursework writer uk