লেখক-অজয় বড়ুয়া
অনিয়ম অনাচার জুলুম সীমাহীন-
অসহায় দিন কাটে পরাধীন।
চিন্তায় কষ্টে কাঁদে প্রিয়প্রাণ-
হায়নায় ছিনিয়ে নেয় সম্মান।
বোমা গুলি চালায়, পুড়ে হাঠ ঘর-
শোষণ অন্যায় দেখে কাঁপে থরথর।
কোন অপরাধে পরাধীন বাঁচা! তিলতিল দুঃখ, যেন বন্দী খাঁচা!
সহ্যের সীমা যখন উঠলো ফেঁপে-
হয়ে জোট বাঙালী ছুটলো ক্ষেপে। দাবানল দিয়ে আর দমানো কি যায়-
হলো সবাই এক যখন এ বাংলায়।
কত ইজ্জত রক্ত তাজা প্রাণ দিয়ে-
স্বাধীনতার সুখকে আনে ছিনিয়ে
পরিশেসে স্বাধীন সূর্য হলোযে উদয়-
বহু ত্যাগ তিতীক্ষায় ধরা দেয় জয়।
======