বছরের শেষ জুমাবার দিয়ে বিদায় নিলো আমাদের জীবন থেকে আরো একটি বছর।রাত ফুরালেই নতুন একটা সূর্যদ্বয়ের মধ্যে দিয়ে আমাদের সামনে হাজির হবে ২০২৩সাল।অনেক হাসি কান্না,পাওয়া না পাওয়াকে পেছনে ফেলে,নতুনের আনন্দে আবার নেচে উঠুক মন।কিছু মন খারাপের কারনকে বাদ দিলেই জীবন অনেক সুন্দর হয়ে উঠে।So সব কিছুকে ভুলে নতুনের আনন্দে জেগে উঠুক সবাই,প্রাণের উচ্ছ্বাসে উদ্ভাসিত হোক ধরনী।
HAPPY NEW YEAR 2023