কবি- অজয় বড়ুয়ার “এনেছি বিজয়”
Coder Boss
-
Update Time :
শনিবার, ২১ জানুয়ারী, ২০২৩
-
৫৩
Time View

এনেছে বিজয়
করে মধুময়
ঊনিশ শত একত্তরে-
কত ইজ্জত মান
দিয়ে তাজা প্রাণ
আনে কঠোর যোদ্ধ করে।
করুণ সেই বেদনা
এখনো দেয় যাতনা
এতযে ক্ষত ভুলে কি করে!
লাশের কত সারি
পূড়েছে গ্রাম বাড়ি
পাকিস্তানিরা লুন্ঠন করে।
কি পাষাণ বর্বরতা
নিদারুণ নিষ্ঠুরতা
চালায় বাংলার বুকে
আহ্ ছিন্নভিন্ন লাশ
রক্তাক্ত সবুজ ঘাস
আতঙ্ক বাঙালির বুকে।
বহু মা-বোন ধর্ষিত
হাজরো ভয়ে শঙ্কিত
কারো মুখে নেই ভাষা
বঙালি যখন এক হয়
পাকদের করে পরাজয়
পূর্ণ করে সব আশা।
*********
Please Share This Post in Your Social Media
More News Of This Category