কবিঃ সৈয়দ হুমায়ুন রানা।
আমরা একটা সময়ের পরে সিঁড়ি
চড়তে পারিনা; বয়সের ভারে হাঁফিয়ে উঠি
লিফ্টে উঠবার সময় কারেন্ট চলে গেলে
বাধ্য হয়ে পা বাড়াই গুটি,গুটি…..
লিফটে চড়া সাঁই করে উঁচু তলার মানুষগুলো
একটা সময় সমস্ত বন্ধন ছিন্ন করে;
কাগজের লোক, কাজের মাসি,দুধ ওয়ালার নিত্য আসা-যাওয়া;
মোড়ের দোকানটায় আর হয়না পান খাওয়া
সব ই একটু,একটু করে দূরে সরে যায় জীবন থেকে
………
উঁচু ছাদের ব্যালকুনি থেকে রাস্তার মানুষ দেখি
খেলার মাঠে বাচ্চা ছেলেদের খেলাধুলা দেখে
শৈশবের দিনগুলো মনে পড়ে যায়—–
বিষন্নতায় ভরে ওঠে বুক; জীবনে হারিয়েছি সব সুখ
যৌবনের রঙীন দিনগুলো ফিরে পাবো কী তাই!
তবুও ইচ্ছে জাগে কতশত,গুমরে মরি একা একা
অতীত দিনের খেলার সঙ্গীদের পাবো কী দেখা?
ওরাও তো আমার মতো নিঃসঙ্গ পড়ন্তবেলার সূর্য…….