লেখকঃ কবি অজয় বড়ুয়া।
কনকনে ঠাণ্ডা বাতাস যে বলে,
এইতো মাঘ মাস এসেছি চলে।
হাড় কাঁপানো হাওয়া কতই শীতল-
চারিদিকে ঘুরে ফিরে করে কত ছল!
ঠান্ডায় শরীরযে কাঁপে থরথর-
পশু-পাখি যাতনায় কাটে রাতভর।
গরমের মাঝে খুঁজে সকল’ই সুখ-
ইচ্ছে মতন ঢাকে নিজ শরীর মুখ।
গাঁয়ের বৃদ্ধরা খুব বিপদে থাকে-
কবে কখন মৃত্যু কাছে এসে ডাকে।
শৈত্য প্রবাহ যখন বয়ে যে বেড়ায়-
গরীব ভয়ে ভীত হয়ে থাকে অসহায়।
ফুটপাতে নিম্মজনের জ্বালা নিদারুণ-
গরম বস্ত্র বিহীন আহ্! কতই করুন।
ধনীরা যদি সাহায্যে আসে এগিয়ে-
ধন্য হবে গরীবরা সুখকে নিয়ে।
অনুরোধ ধনীরা যেন রাখে অবদান-
যেন গরীব দুখীদের পায় সম্মান।
মিলেমিশে উপকারে আসি এগিয়ে-
দেশযে গড়ি দুখীদের সাথে নিয়ে। 🌿