লেখক-কবি, অজয় বড়ুয়া
যাদের জন্য বাংলা বলি
ভাষা নিয়ে গর্ব করি,
প্রাণ দেয়া সেই শহীদের
শ্রদ্ধাভরে সালাম করি।
কথা বলি মনের মত
বাঙালি আমরা যত,
এই বাংলা মায়ের কাছে
সদা করি মাথা নত।
মনের কথা বলে সুখ
গান করে রাঙায় মুখ,
মিলে মিশে বলে কথা
দূর করি মনের দুখ।
*********