কলমে- অজয় বড়ুয়া
অ আ ক খ
এক দুই তিন-
বর্ণ দিয়ে বলি কথা
এনে শুভ দিন।
ভাষা শহীদের রক্তে রাঙ্গিয়ে
আনলো বর্ণমালা-
স্বাধীন ভাবে বলি কথা
বলি বাংলা পড়ি বাংলা
আহ্ কত সুখ-
এরই মাঝে খুঁজে পাই
প্রিয় বাংলার মুখ।
বাংলা আমার মায়ের ভাষা
বুক ফুলিয়ে বলি-
ভাষা শহীদদের অবদানে
গর্বিত বাঙালী।
এ বাংলাতে প্রেম বিনিময় বাংলা মায়ের সাথে-
সুখে দুখে কাটে প্রহর হাতটি রেখে হাতে।