সৈয়দ ওমর ফারুকঃ প্রতিবেদক।
ঈদে মুক্তি পাওয়ার কথা রয়েছে অপু বিশ্বাস প্রযোজিত তার প্রথম ছবি “লাল শাড়ি”। ছবিটি নিয়ে এখনই প্রচারণায় সরব ‘দেবদাস’ অভিনেত্রী। সম্প্রতি বেসরকারি একটি টেলিভিশন অনুষ্ঠানে গিয়েছিলেন “লাল শাড়ি”ছবির জুটি অপু বিশ্বাস ও সাইমন সাদিক। এক পর্যায়ে দর্শকদের উদ্দেশে দুই অতিথিকে তিন লাইনের একটি চিঠি লেখার আহবান জানান উপস্হাপক। অপু বিশ্বাস সন্তান আব্রাহাম খান জয়ের উদ্দেশে তিন লাইনের একটি চিঠি লেখেন। অনুষ্ঠানে সেটি পড়ে শোনান সাইমন। চিঠিতে অপু লেখেন, জয় তুমি বড় হও। তোমার সঙ্গে মায়ের আর্শীবাদ আছে। তুমি তোমার ভাইকে অনেক ভালোবাসবে। সাইমন তখন অপুর কাছে জানতে চান, ভাই মানে বীর,রাইট? অপু হাসিমুখে তাতে সায় দেন। এ অনুষ্ঠানের ভিডিও ক্লিপ সামাজিক যোগাযোগ মাধ্যমে এখন ভাইরাল। অপু বিশ্বাসকে ফেসবুকে তাঁর ভক্ত অনুসারীরা বাহবা দিয়েছেন,প্রশংসা করেছেন তাঁর মানসিকতার। শাকিব খান-শবনম বুবলীর সন্তান শেহজাদ খান বীরকে নিয়ে এর আগে কোন মন্তব্য করেননি অপু। সামাজিক যোগাযোগ মাধ্যমে বুবলীর সঙ্গে বচসায় জড়ালেও সেখানে বীরের প্রসঙ্গ আসেনি। প্রথমবার বীরকে নিয়ে এমন মন্তব্যের কারণ জানিয়ে অপু বলেন, আমার কাছে পৃথিবীর সব সন্তানই খুব পবিত্র। আমি সবাইকে স্নেহ করতে চাই। সন্তানের মানসিক বিকাশের জন্য পুঁথিগত বিদ্যার চেয়ে পারিবারিক শিক্ষা অতি জরুরী,দরকার। মানুষের সঙ্গ কি আচরণ করতে হয়,আমি আমার বাচ্চাকে সেই শিক্ষাই দিতে চাই। তিন লাইনের চিঠিতে সেটাই প্রকাশ করেছি আমি।