সুত্রঃ পুর্ব দিগন্ত নিজস্ব প্রতিবেদক
খাগড়াছড়ি পার্বত্য জেলার রামগড় উপজেলার উপজেলা স্বাস্থ্য বিভাগের উদ্যোগে ও জাতীয় পুষ্টি সেবা স্বাস্থ্য অধিদপ্তর এবং স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কল্যাণ মন্ত্রণালয়ের বাস্তবায়নে জাতীয় ভিটামিন “এ” প্লাস ক্যাম্পেইনের অবহিতকরণ ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত হয়।
গতকাল রবিবার দুপুরে রামগড় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সম্মেলন কক্ষে অবহিতকরণ ও পরিকল্পনা সভায় অনুষ্ঠানে রামগড় উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ এ,বি,এম মোজাম্মেল হকের সভাপতিত্বে অনুষ্ঠিত ক্যাম্পেইনের আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন রামগড় উপজেলা পরিষদের চেয়ারম্যান বিশ্ব প্রদীপ কুমার কার্বারী, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন রামগড় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মমতা আফরিন।
এ সময় আরও উপস্থিত ছিলেন আবাসিক মেডিকেল অফিসার ডাঃ নাসির উদ্দীন, ডাঃ ইসরাত মারজানা, রামগড় উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা আব্দুল রহিম, রামগড় উপজেলা শিক্ষা কর্মকর্তা ইলিয়াস হোসেন, রামগড় উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা আবুল কালাম, রামগড় উপজেলা প্রেস ক্লাবের সভাপতি নিজাম উদ্দীন লাভলু প্রমুখ।
আজ সোমবার ২০/০২/২০২৩ থেকে ২৩/০২/২০২৩ পর্যন্ত চারদিন ধরে সকল শিশুকে ভিটামিন “এ” প্লাস ক্যাপসুল ৬ থেকে ১১ মাস শিশুদের নীল রঙের ক্যাপসুল ও ১২ থেকে ৫৯ মাসের শিশুদের লাল রঙের ক্যাপসুল খাওয়ানো হচ্ছে। অবহিতকরণ সভায় বক্তারা ভিটামিন “এ” এর অভাবে জেরোফথ্যালমিয়া (রাত কানা ও বিটটস স্পট) , রহাম, দীর্ঘমেয়াদি ডায়রিয়া ও মারাত্মক অপুষ্টিতে ভুগতে হবে বলে জানান।
এস চাঙমা সত্যজিৎ
স্টাফ রিপোর্টার।