মাষ্টার এম.কামাল উদ্দিন : মহান ২১শে ফেব্রুয়ারী আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন উপলক্ষে উত্তর কাট্টলী ওয়াডদ আওয়ামীলীগের উদ্যোগে এক আলোচনা সভা সংগঠনের যুগ্ম আহবায়ক ইকবাল চৌধুরী’র সভাপতিত্বে ও সদস্য মোঃ হারুনুর রশিদ এম. এ’র সঞ্চালনায় কর্ণেল হাটস্থ ওয়ার্ড কার্যালয়ে অনুষ্ঠিত হয়, এতে বক্তাগন বলেন -বাংলা ভাষার জন্য সালাম,জব্বার বরকত সহ অসংখ্য বাঙ্গালী ১৯৫২ সালের ২১শে ফেব্রুয়ারী ঘাতক পাকিস্তানীদের অস্ত্রের মূখে তাদের তাজা রক্ত দিয়েছিল,আজ তাদের রক্তের বিনিময়ে আমরা স্বাধীন ভাষা পেয়ে মনের আকুতি মিশিয়ে সাহিত্য,কবিতা, গান সহ নানা রকম মনের তৃষ্ণা মিঠাই,তারই ধারা বাহিকতায় জাতীর জনক বঙ্গবন্দুর সফল নেতৃত্বে ১৯৭১ সনের স্বাধীনতা সংগ্রামের মধ্যদিয়ে সেই বাংলাভাষা ভাষী জনগনের একটি লাল সূর্য খচিত সবুজ স্বাধীন বাংলাদেশ তথা স্বাধীন রাষ্ট্র অর্জন করে,বাংলা আজ আন্তর্জাতিক ভাষা হিসেবে স্বীকৃত,সরকারী বে সরকারী প্রত্যেক ক্ষেত্রে তাই বাংলা ভাযার প্রচলন নিশ্চিত করতে হবে।এই ভাষা বাসী মানুষের জীবন মান রক্ষার্থে দল মত নির্বিশেষে সকলকে একযোগে কাজ করার আহবান । বক্তব্য রাখেন-যুগ্ন আহবায়ক হাবিবুর রহমান, পাহাড়তলী থানা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মাষ্টার এম কামাল উদ্দিন, চট্টগ্রাম মহা নগর জাতীয় চার নেতা পরিষদের সভাপতি বিশিষ্ট সাংবাদিক শহিদুল ইসলাম চৌধুরী দুল দুল, ওয়ার্ড আওয়ামীলীগের সদস্য আবুল খায়ের, তাজুল ইসলাম, অধ্যক্ষ সংকর দাশ, আকবর শাহ থানা আওয়ামীলীগের আব্দুল্লাহ আল হারুন, আবুল কাসেম,নারী নেত্রী মুনমুন সেন,সবিতা রানী, ইউনিট আওয়ামীলীগের মীর কাসেম দুলাল,মুসলিম উদ্দিন,অরুন দত্ত,যুবনেতা শিবু বিশ্বাস ও অন্যান্য নেতৃবৃন্দ।
dcjk9k