সৈয়দ ওমর ফারুক,প্রতিবেদকঃ আগামী ১০মার্চ ২০২৩ শুক্রবার বিশ্ব কিডনি দিবস উপলক্ষে সংস্হার ৪র্থ প্রতিষ্ঠা বার্ষিকী পালনে বিশেষ প্রস্তুতি গ্রহণ করেছে,চট্টগ্রাম মহা নগরের একমাত্র “কিডনি রোগী কল্যণ সংস্হা”।জানা যায়,ঐ দিন বিকেল ৫টায় চট্টগ্রাম প্রেস ক্লাব বঙ্গবন্ধু অডিটোরিয়ামে আলোচনা শেষে অর্থাভাবে ডায়ালাইসিস নিতে অক্ষম কিছু সংখ্যক মনোনীত হতদরিদ্র কিডনি রোগীকে সংস্হার পক্ষ থেকে আর্থিক সহায়তা প্রদান করা হবে। শেষে সাধারণের বর্ণাঢ্য রেইলি বের করা হবে। এতে সংস্হার সকল সম্মানীত সদস্য / সদস্যাদের যথা সময়ে উপস্হিত থাকার জন্য বিশেষ ভাবে অনুরোধ করা হইল।