লেখক-অজয় বড়ুয়া
পশ্চিমারা জুলুম করে করে নির্যাতন-
চালায় তারা করেতো শোষণ।
অনিয়ম করে তারা ফেলে সংকটে-
অত্যাচার দুঃশাসন করে অকপটে।
অনাচার অন্যায় ছলাকলা কত!
নিষ্ঠুর আচরণে সদা থাকে রত ।
আতঙ্কে থাকা মন করে ক্রন্দন-
বেদনার ব্যাথাযে করে টনটন।
সহ্যের সীমা যখন যায় ছাড়িয়ে-
পরাধীন জাতি যায় ঐক্য হয়ে।
মানবেনা আরতো জুলুম অন্যায়-
লাখো বাঙালি প্রাণ রক্ত দিয়ে যায় ।
যেই কথা সেই কাজ ত্যাগ কত শত !
অবশেষে পাকিস্তানি করে মাথা নত ।
সাগর সম রক্ত দিয়ে আনে স্বাধীনতা –
পারি কি ভুলিতে তাঁদের ত্যাগের কথা।