নিজস্ব প্রতিবেদকঃ খাগড়াছড়িঃ খাগড়াছড়ি পার্বত্য জেলার রামগড় উপজেলার রামগড় পৌরসভার উদ্যেগে নগদ অর্থ (৬ লক্ষ ৮০ হাজার টাকা) ও ২০টি সেলাই মেশিন বিতরণ করেন কুজেন্দ্র লাল ত্রিপুরা এমপি।
আজ মঙ্গলবার ১৪ই মার্চ ২০২৩ বিকাল ০৪.০০টায় রামগড় পৌরসভার প্রাঙ্গণে নগদ অর্থ ও সেলাই মেশিন বিতরণ করেন ভারত প্রত্যাগত উপজাতীয় শরনার্থী প্রত্যাবাসন ও পূনর্বাসন এবং আভ্যন্তরিণ উদ্ভাস্তু নির্দিষ্টকরণ ও পূনর্বাসন বিষয়ক টাস্কফোর্স চেয়ারম্যান (প্রতিমন্ত্রী পদমর্যাদা সম্পন্ন) কুজেন্দ্র লাল ত্রিপুরা এমপি। এ বিতরণ অনুষ্ঠানে রামগড় পৌরসভার কমিশনার আহসান উল্লাহর সঞ্চালনায় ও রামগড় পৌর সভার মেয়র রফিকুল আলম (কামাল)’র সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে জাতীয় সংসদের খাগড়াছড়ি ২৯৮ নং আসনের সংসদ সদস্য ও ভারত প্রত্যাগত উপজাতীয় শরণার্থী প্রত্যাবাসন ও পূনর্বাসন এবং আভ্যন্তরিণ উদ্ভাস্তু নির্দিষ্টকরণ ও পূনর্বাসন বিষয়ক ট্রাস্ফোর্স চেয়ারম্যান কুজেন্দ্র লাল ত্রিপুরা এমপি প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। এ সময় তিনি রামগড় উপজেলার বিভিন্ন মসজিদ, মাদ্রাসা, মন্দির, প্যাগোডায় নগদ অর্থ ৬ লাখ ৮০ হাজার টাকা ও ২০টি সেলাই মেশিন বিতরণ করেন। এ বিতরণ অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের সদস্য এ্যাডভোকেট আশুতোষ চাকমা, শতরুপা চাকমা, শুভ মঙ্গল চাকমা, নীলোৎপল খীসা, রামগড় উপজেলা পরিষদের চেয়ারম্যান বিশ্ব প্রদীপ কুমার কার্বারী, ভাইস চেয়ারম্যান আনোয়ার ফারুক, মহিলা ভাইস চেয়ারম্যান হাসিনা বেগম, রামগড় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান, রামগড় উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোঃ মোস্তফা হোসেন, ২নং পাতাছড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কাজী নুরুল আলম (আলমগীর)সহ পৌর সভার সকল কমিশনার, কর্মচারী, উপজেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ ও স্থানীয় সাংবাদিকবৃন্দরা উপস্থিত ছিলেন।
এস চাঙমা সত্যজিৎ
নিজস্ব প্রতিবেদক
দৈনিক পূর্ব দিগন্ত।