সুত্রঃপূর্ব দিগন্ত।
গতকাল ১৬মার্চ বৃহস্পতিবার, কক্সবাজারের বহুল আলোচিত চৌফলদন্ডী ঘাটে পুলিশের হাতে আটক হওয়া ১৪ লাখ ইয়াবা এবং আস্তানা থেকে বস্তাবর্তি এক কোটি ৭০ লাখ নগদ টাকা উদ্ধারের মামলার রায় দিয়েছেন কক্সবাজার জেলা ও দায়রাজজ আদালত।
রায়ে আলোচিত এই মামলার প্রধান অভিযুক্ত শহরের উত্তর নুনিয়াছড়ার বাসিন্দা আলোচিত ইয়াবাডন ফারুকসহ ৩ জনকে যাবজ্জীবন সাজা দেয়া হয়েছে। একজন কে বেকসুর খালাস প্রদান করে দুপুরে এই রায় ঘোষণা করেন কক্সবাজার জেলা ও দায়রা জজ মোহাম্মদ ইসমাঈল।
প্রধান আসামি জহুরুল ইসলাম ওরফে ফারুক ছাড়াও এই মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত অন্য দুই আসামী হলেন নুরুল আলম ওরফে বাবু এবং ফারুকের শাশুড় আবুল কালাম। মামলা থেকে খালাস পেয়েছেন অপর আসামি শেখ আবদুল্লাহ।
সাজাপ্রাপ্ত আসামিদের মধ্যে ফারুক ও নুরুল আলম ওরফে বাবুকে যাবজ্জীবন সশ্রম কারাদন্ডের পাশাপাশি ৫ লাখ টাকা করে অর্থদন্ড দেন অনাদায়ে আরও একবছর করে কারাদন্ড দেয়া হয়েছে। অপর আসামি ফারুকের শাশুড় আবুল কালামকে যাবজ্জীবন কারাদন্ড সাথে দুইলাখ টাকা অর্থদন্ড দেওয়া হয়, অনাদায়ে আরও একবছর কারাদন্ড দেয়া হয়েছে।
জেলা ও দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর এড. ফরিদুল আলম ও সহকারি পাবলিক প্রসিকিউটর দীলিপ কুমার ধর রায়ের বিষয়টি নিশ্চিত করেছেন।
গোপন সংবাদের ভিক্তিতে জেলা গোয়েন্দা পুলিশের একটি টীম ২০২১ সালের ৯ ফেব্রুয়ারি ভোরে কক্সবাজার সদরের চৌফলদন্ডী ইউনিয়নের জেলে ঘাট এলাকায় অবস্থানরত একটি ফিশিং বোট থেকে ১৪ লাখ পিস ইয়াবাসহ কক্সবাজার শহরের উত্তর নুনিয়াছড়ার বাসিন্দা মোঃ জহরুল ইসলাম ওরফে ফারুক ও নুরুল আলম ওরফে বাবুকে গ্রেফতার করা হয়। পরে তাদের দেয়া তথ্যের ভিত্তিতে নুনিয়াছড়াস্থ বাড়িতে অভিযান চালিয়ে বস্তাবর্তি নগদ এক কোটি ৭০ লাখ ৬৩ হাজার ৫০০ টাকা উদ্ধার করা হয়।
তৎকালিন জেলা গোয়েন্দা পুলিশের ওসি ও বর্তমানে উখিয়া থানার ওসি শেখ মোহাম্মদ আলী বাদী হয়ে মামলাটি দায়ের করেছিলেন।
I’ve been troubled for several days with this topic. baccaratsite, But by chance looking at your post solved my problem! I will leave my blog, so when would you like to visit it?