এস চাঙমা সত্যজিৎ
নিজস্ব প্রতিবেদকঃ
বান্দরবান পার্বত্য জেলার রুমা উপজেলায় সন্ত্রাসী কর্তৃক অপহৃত ৭ বম পাড়াবাসীকে গুলি করে হত্যার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ)।
আজ শুক্রবার ৭ এপ্রিল ২০২৩ ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিটক ফ্রন্ট’র (ইউপিডিএফ)’র সহসভাপতি নতুন কুমার চাকমা সংবাদ মাধ্যমে দেওয়া এক বিবৃতিতে উক্ত ঘটনাকে ঠাণ্ডা মাথার গণহত্যা অভিহিত করে বলেন, পার্বত্য চট্টগ্রামে রাষ্ট্রীয় একটি বিশেষ গোষ্ঠী তাদের মদদপুষ্ট ঠ্যাঙারে বাহিনীর সন্ত্রাসীদের দিয়ে ‘দুই পক্ষের গোলাগুলি’র নাটক সাজিয়ে অপহৃত উক্ত ৭ জনকে হত্যা করেছে। অবশ্য পুলিশ ৮ জনের লাশ উদ্ধারের কথা জানিয়েছে।
বিবৃতিতে নতুন কুমার চাকমা স্থানীয় সূত্রের বরাতে ঘটনার বর্ণনা দিয়ে বলেন, গতকাল সকাল সাড়ে ৬টার সময় নব্যমুখোশ ও সংস্কারপন্থী জেএসএস’র ২০-২৫ জনের একদল সশস্ত্র সন্ত্রাসী জুরভারাং পাড়ায় প্রবেশ করে ফাঁকা গুলি ছোঁড়ে পাড়াবাসীদের মধ্যে আতঙ্ক সৃষ্টি করে। পরে সন্ত্রাসীরা একে একে পাড়ার ২২ জনকে ধরে বেঁধে রাখে। সন্ত্রাসীদের কাছ থেকে ৮ম শ্রেণীতে পড়ুয়া এক শিক্ষার্থী ও কলেজ পড়ুয়া কয়েকজন শিক্ষার্থীও রেহাই পায়নি। এ সময় সন্ত্রাসীরা ৭৫ বছর বয়সী এক বৃদ্ধকে লাথি দিয়ে মাটিতে ফেলে দেয় বলে স্থানীয়রা অভিযোগ করেন।
পরে সন্ত্রাসীরা উক্ত ২২ জনকে অস্ত্রের মুখে খামতাং পাড়ায় নিয়ে গিয়ে সেখানে একটি বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ে বন্দি করে রাখে। এরপর সেখান থেকে ১৫ জনকে ছেড়ে দিলেও বাকী ৭ জনকে ছেড়ে না দিয়ে ঠাণ্ডা মাথায় গুলি করে হত্যা করেছে।
হত্যার শিকার হওয়া ৭ জনের নাম জানা গেছে। এরা হলেন- ১.ভান দু বম, ২. সাং খুম, ৩.সান ফির থাং বম, ৪. বয় রেম বম ৫. জাহিম বম, ৬. লাল লিয়ান ঙাক বম ও ৭.লাল ঠা জার বম। এর মধ্যে ৬ জন জুরভারাং পাড়ার ও ১ জন পানখিয়াং পাড়ার বাসিন্দা বলে জানা গেছে।
বিবৃতিতে তিনি উক্ত ঘটনায় এলাকার লোকজন ভয়ে ঘরবাড়ি ছেড়ে রোয়াংছড়ি ও রুমা উপজেলা সদরে আশ্রয় নিয়েছেন উল্লেখ করে বলেন, ‘কেএনএফ’ নামধারী একটি গোষ্ঠিকে দমনের নামে গত বছর অক্টোবর মাস থেকে রাষ্ট্রীয় বাহিনী রুমা, রোয়াংছড়ি ও থানচি উপজেলার প্রত্যন্ত এলাকায় “কম্বিং অপারেশন” পরিচালনা করছে। কিন্তু কেএনএফকে দমন করতে না পেরে সাধারণ বম পাড়াবাসীদের উপর নিপীড়ন নির্যাতনসহ নানা অত্যাচার সংঘটিত করা হচ্ছে। এখন আবার সশস্ত্র সন্ত্রাসী লেলিয়ে দিয়ে খুন, গুম, অপহরণ করা হচ্ছে। এর ফলে শত শত বম জাতিগোষ্ঠীর লোক ভারতের মিজোরামে ও বান্দরেবানের বিভিন্ন নিরাপদ স্থানে আশ্রয় নিতে বাধ্য হয়েছেন। এখনো সাধারণ বম পাড়াবাসীরা নিরাপদে বসবাস করতে পারছেন না। এতে করে ওই এলাকায় মানবিক বিপর্যয় দেখা দিয়েছে।
ইউপিডিএফ নেতা বিবৃতিতে অবিলম্বে উক্ত হত্যাকাণ্ডের নিরপেক্ষ বিচার বিভাগীয় তদন্ত ও হত্যাকারীদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি এবং অপারেশনের নামে সাধারণ জনগণের ওপর নিপীড়ন-নির্যাতন নিরীহ মানুষ হত্যা বন্ধের দাবি জানান।
এস চাঙমা সত্যজিৎ
নিজস্ব প্রতিবেদক দৈনিক পূর্ব দিগন্ত।
buy cialis 5mg generic tadalafil 10mg cheap best ed pills online
order generic levitra 10mg zanaflex pill buy generic plaquenil
altace 5mg sale buy altace online arcoxia order online
levitra 20mg oral buy hydroxychloroquine 400mg pill plaquenil 200mg canada
purchase asacol generic avapro 300mg for sale cheap avapro 150mg
benicar 20mg for sale buy verapamil 120mg generic buy divalproex 250mg generic
buy clobetasol without prescription amiodarone 100mg cheap order amiodarone pills
diamox for sale online buy imdur for sale order imuran 50mg pills