রুপন চাকমা বাঘাইছড়ি উপজেলা
বাঘাইছড়িতে কাচালং নদীর উপর নির্মিত পুরাতন সেতুর পাটাতন ভেঙ্গে আবারো একটি পাথর বোঝাই ট্রাক আটকা পড়েছে। শুক্রবার (১২ মে) সকাল ৭টায় সৃষ্ট এই দূর্ঘটনায় কোন হতাহত হয়নি। তবে সকাল থেকে সকল প্রকার যান-বাহন চলাচল বন্ধ রয়েছে। তবে পাশে নির্মানাধীন নতুন সেতু দিয়ে ছোট ছোট যান চলাচল করছে।
খবর পেয়ে সকাল থেকে সীমান্ত সড়ক নির্মাণকারী ইসিবি সেনা সদস্যরা স্থানীয় শ্রমিকদের সহযোগিতয় ট্রাকটি অপসারণের কাজ চালাচ্ছে। ট্রাকটি অপসারনের পর সেতুটি সংস্কার কাজ শুরু করে যান চলাচল স্বাভাবিক করা হবে বলে ইসিবি সেনা সদস্যরা জানান।
এর আগে গত সোমবার ৮ মে একই স্থানে পাথর বোঝাই একটি ট্রাক সেতুতে উঠার পরপরই পাটাতন ভেঙ্গে নিচে পরে যায়। এতে সেতুর দুই পাশে শতাধিক যানবাহন আটকা পরে বহুমানুষ দূর্ভোগে পরেন। এতে বাঘাইছড়ি উপজেলার সাথে সারাদেশের যান চলাচল বিচ্ছিন্ন হয়ে পড়েছে।
এরপর খাগড়াছড়ি সড়ক বিভাগ কর্তৃক ৯ মে হতে ১০মে দূপুর পর্যন্ত সেতু সংস্কার কাজ শেষ করে পূণরায় যান চলাচলের করার ১দিন পর আবারো একই স্থানে দূর্ঘটনা ঘটলো। এতে বাঘাইছড়ি উপজেলার সাথে সারাদেশের যান চলাচল বিচ্ছিন্ন হয়ে পড়েছে।
তবে সেতুটি সুরক্ষিত ও ঝুঁকিমুক্ত রাখার স্বার্থে ১০ মেঃ টনের অধিক মালামাল পরিবহন নিষিদ্ধ ঘোষনা করে সেতু সংলগ্ন স্থানে সতর্কতামূলক সাইন বোর্ড টাঙিয়ে দিয়েছিলো খাগড়াছড়ি সড়ক বিভাগ ও বাঘাইছড়ি পৌরসভা। কিন্তু এই নিষেধাজ্ঞা অমান্য করে চালক ঝুঁকিপূর্ণ এই সেতুতে উঠার পরপরই পাটাতন ভেঙ্গে নিচে পড়ে যায়।
বাঘাইছড়ি উপজেলা নির্বাহী অফিসার রুমানা আক্তার দুর্ঘটনার বিষয়টি শিকার করে বলেন, খবর পেয়ে সকাল থেকে সীমান্ত সড়ক নির্মাণকারী ইসিবি সেনা সদস্যসহ সড়ক বিভাগের লোকজন স্থানীয় শ্রমিকদের সহযোগিতয় ট্রাকটি অপসারণের কাজ চালাচ্ছে। এছাড়া নতুন সেতুর সংযোগ সড়কের কাজ দ্রুত শেষ করার জন্য বলা হয়েছে। ছোট যানবাহন চলাচলের জন্য নতুন সেতুর এক পাশ খুলে দেয়া হয়েছে।
tadalafil 40mg generic levitra vs cialis buy ed pills uk
order generic altace order glimepiride 4mg pill purchase arcoxia online
vardenafil order online buy generic zanaflex buy hydroxychloroquine online cheap
buy mesalamine cheap astelin 10ml oral buy irbesartan 300mg for sale
cheap levitra 10mg vardenafil 20mg generic buy generic plaquenil over the counter
cost benicar 20mg buy generic benicar 20mg depakote 500mg sale
clobetasol uk buy buspirone online buy amiodarone 200mg online
buy generic diamox for sale where can i buy diamox buy imuran 50mg generic