এস চাঙমা সত্যজিৎ
নিজস্ব প্রতিবেদকঃ
খাগড়াছড়ি পার্বত্য জেলার পানছড়ি উপজেলা সমাজ সেবা কার্যালয় কর্তৃক ৬৫ জন উপকার ভোগীর মাঝে পল্লী সমাজ সেবা কার্যক্রম, পল্লী মাতৃ কেন্দ্র কার্যক্রম ও প্রতিবন্ধী ব্যক্তিদের পুনর্বাসনের জন্য সুদ মুক্ত ঋণ বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
আজ ১৭ মে ২০২৩ বুধবার দুপুরে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে পানছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রুবাইয়া আফরোজ এ কার্যক্রমের শুভ উদ্বোধন করেন।
পানছড়ি উপজেলা সমাজ সেবা সুত্র জানায়, পল্লী সমাজ সেবার ক্ষুদ্র ঋণ প্রকল্প ২টি গ্রামে ২ লক্ষ টাকা, পুনঃ বিনিয়োগ ৮ টি প্রকল্পে ৮ লক্ষ ৭০ হাজার টাকা, মাতৃ কেন্দ্রে ক্ষুদ্র ঋণ বিনিয়োগ ২ লক্ষ ৫ হাজার টাকা, পুনঃ বিনিয়োগ ৩ টি প্রকল্পে ৩ লক্ষ ৯৯ হাজার পাঁচশত টাকা, উন্নয়ন প্রকল্পে ষাট হাজার টাকা ও একটি গ্রামে ৬ষ্ঠ পর্বে ৪০ হাজার টাকা এবং প্রতিবন্ধী বিনিয়োগে ৪৭ হাজার টাকা। উপকার ভোগীর সংখ্যা মোট ৬৫ জন ব্যক্তিকে ক্ষুদ্র ঋণ বিতরণ করা হয়।
এ সময় পানছড়ি উপজেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল মোমিন, পানছড়ি উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা বিষয়ক কর্মকর্তা ডাক্তার অনুতোষ চাকমা, পানছড়ি থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা হারুন রশিদ, পানছড়ি উপজেলা সমাজ সেবা কর্মকর্তা মোঃ শামছুল আলম, পানছড়ি উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মনিকা বড়ুয়া, পানছড়ি প্রেস ক্লাবের সভাপতি জয় নাথ দেব, পানছড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান উচিত মনি চাকমা, উল্টাছড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আহির উদ্দিন, চেঙ্গী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আনন্দ জয় চাকমা, উপজেলার প্রশাসনিক কর্মকর্তাগণ , উপজেলার বিভিন্ন মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, গন্যমান্য ব্যক্তি বর্গসহ সুবিধা ভোগীগণ উপস্থিত ছিলেন।
ঋন বিতরণের পূর্বে পানছড়ি থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ হারুন রশিদ থানায় সহিংসতার শিকার নারী ও শিশুদের জন্য সেবা প্রদান কারী ভিকটিম সাপোর্ট সেন্টারের সেবা সম্পর্কে সকলকে অবহিত করেন।
cialis tadalafil order tadalafil 20mg pill otc ed pills
buy levitra 10mg tizanidine price hydroxychloroquine 200mg price
buy ramipril generic order amaryl 1mg generic order arcoxia for sale
order asacol for sale order irbesartan 150mg online avapro 300mg cheap
clobetasol order cordarone 200mg for sale generic cordarone 100mg
buy cheap acetazolamide brand imuran 50mg imuran 25mg drug